
সংবাদদাতা-বাপ্পা মন্ডল
Published on: জুলা ২৯, ২০১৮ @ ২০:৩৫
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৯জুলাইঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত তাঁর মধ্যে দেখেছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মশক্তি আর বাঙালি মায়ের হৃদয়। বাংলা তথা সারা ভারতের সেই উজ্জ্বল ব্যক্তিত্ব বীরসিংহের সিংহশিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ ১২৭তম প্রয়ান দিবস। পশ্চিম মেদিনীপুরের চুয়াডাঙা হাইস্কুল এই মহামানবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল।
মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙা হাইস্কুলের সমস্ত ছাত্র-শিক্ষক থেকে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার বিশিষ্ট মানুষের উপস্থিতিতে পালিত হল এই অনুষ্ঠান।প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা।সদর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা বিদ্যায়ের সভাপতি গণি ইসমাইল মল্লিকও।এছাড়াও ছিলেন আরও অনেকেই।
সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পান্ডিত্যের জন্য তিনি প্রথম জীবনেই বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষাতেও তাঁর ছিল অগাধ জ্ঞান।
তিনি ছিলেন একজন সমাজ সংস্কারকও। বাংলার নবজাগরণের একজন সফল রূপকারও বলা হয়ে থাকে তাঁকে। বিধবা বিবাহ ও স্ত্রী-শিক্ষার প্রচলন করে তিনি সেইসময় সমাজের প্রভূত উন্নতি সাধন করেছিলেন। তিনি যেমন একাধারে বিদ্যার সাগর ছিলেন ঠিক তেমনই তাঁর কাছে গিয়ে কেউ কোনওদিন খালি হাতে ফিরে যেত না। তাই তাঁকে ‘দয়ার সাগর’ নামেও ডাকা হত।
Published on: জুলা ২৯, ২০১৮ @ ২০:৩৫