Published on: জুন ২৩, ২০১৮ @ ১৬:২৫
এসপিটি স্পোর্টস ডেস্কঃ এও এক জয়। বলা যেতে পারে ফুটবলের জয়। খেলাধুলোর প্রতি ভালোবাসার জয়। ইরানের মেয়েদের জয়। স্পেনের বিরুদ্ধে ইরান হেরে গেলেও জিতে গেল ইরানের মেয়েরা।ব্যাপারটা অনেকের কাছেই এখনও অস্পষ্ট, তাহলে আসুন পরিষ্কার করে দি-প্রায় চার দশক বাদে ফুটবল স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়েছে ইরানের মেয়েদের।
এবারের বিশ্বকাপে গত বুধবার ইরানের তেহরানে আজাদি ফুটবল স্টেডিয়ামে ঢুকে গ্যালারিতে বসে মাঠে বড় টিভি স্ক্রিনে স্পেনের বিরুদ্ধে দেশের খেলা দেখলেন ইরানের একঝাঁক তরুণী। মাঠে তাঁদের উচ্ছ্বাস ছিল সত্যি চোখে পড়ার মতো।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এই প্রথম মাঠে ঢুকে স্বাধীনভাবে খেলা দেখলেন ইরানি মেয়েরা।প্রায় ৪০ বছর বাদে ইরানি মেয়েরা স্টিডিয়ামে বসে খেলা দেখলেন।
বিবিসি এই সংবাদ পরিবেশন করতে গিয়ে লিখেছে-“মাঠে ইরানের নারী ফ্যানদের দেশের পতাকা হাতে সেলফি তোলা থেকে শুরু করে তাঁদের উচ্ছ্বাসের ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকী ইরানের জাতীয় দলের ট্যুইটার পাতাতেও সেই ছবি পোস্ট করা হয়েছে।”
গত মে মাসে ছেলেদের ছদ্মবেশে এই আজাদি স্টেডিয়ামে ঢুকে খেলা দেখেছিলেন পাঁচজন্ তরুণী। তার আগে মার্চ মাসে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ইরানের পুলিশের হাতে আটক হন ৩৫জন মেয়ে। এরপর পরিস্থিতি বদলাতে শুরু করে।
খেলাধুলোর জায়গায় ইরানের মেয়েদের ঢুকতে কোনও বাধা নেই। তবে তাদের উপর বিধিনিষেধ আরোপ করা হতো।এমনকী, সেদেশের পুলিশ আগে থেকেই আটকে দিত ইরানি মেয়েদের। যদিও বুধবার সকলা থেকে বিশাল লাইন পড়েছিল টিকিট কাটার।ইরানের মেয়েরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটেন। কিন্তু এবারও সেই এক কাণ্ড ঘটে। মাঠে ঢুকতে না পেরে অবস্থান বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এই অবস্থায় ইরানের মেয়েদের পাশে দাঁড়ান সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুলরেজা রহমানিয়া। তিনি পুলিশকে নির্দেশ দেন যে দেশের মেয়েদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হোক।তাদের সহযোগিতা করুন। এই নির্দেশের পর চার দশক ধরে চলা এক এই কঠিন নিয়ম শিথিল করা হয়।ধুকতে পারেন ইরানি মেয়েরা।
আশা করা হচ্ছে সোমবার পর্তুগালের বিরুদ্ধে ম্যাচটি ইরানের মেয়েরা দেশের মাঠে ঢুকে দেখতে পারবেন।
স্পেনের অধিনায়ক সের্গিও র্যামোস এক ট্যুইটে জানান, “ইরানের মেয়েরাই আজ জিতেছেন। আশা করি এটা তাদের বিজয়ের সূচনা।”ছবি-এএফপি
Published on: জুন ২৩, ২০১৮ @ ১৬:২৫