সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: আগ ২৮, ২০১৮ @ ২৩:৪৭
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
এসপিটি নিউজ, কেশিয়াড়ি, ২৮ আগস্টঃ মঙ্গলবার কেশিয়াড়িতে পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে উত্তেজনা ছিল। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ৯জন সদস্যকে বিজেপি অপহরণ করে নিয়ে গিয়ে মারধর করে। অভিযোগ এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজে এলাকায় থেকে উস্কানিমূলক বিবৃতি দিয়ে উত্তেজনা ছড়ায়। দিলীপ ঘোষের বিরুদ্ধে কেশিয়াড়ি থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার ছিল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমার ৬৬টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচন। যার মধ্যে তৃণমূলের ৫৪টি, বিজেপির ১১টি ও সিপিএমের ১টি পঞ্চায়েত ছিল। এর মধ্যে কেশিয়াড়িতে উত্তেজনা থাকায় সেখানে ১৪৪ধারা জারি করা হয়েছিল।
অভিযোগ, এদিন বোর্ড গঠনের সময় বিজেপি রাজ্য সভাপতি কেশিয়াড়িতে দাপিয়ে বেড়াচ্ছিলেন। সেই সঙ্গে তিনি উস্কানি মূলক বিবৃতি দিচ্ছিলেন। এর ফলে তৃণমূল কংগ্রেসের ৯জন পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে নিয়ে যায় বিজেপি। মারধর করার অভিযোগ ওঠে। এমনকি তৃণমূল কংগ্রেসের কয়েকটি গাড়ি ভাঙচুর করারও অভিযোগ ওঠে।
এ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন,”তৃণমূল দাঁতন ও ডেবরায় আমাদের চারজন পঞ্চায়েত সদস্যকে অপহরণ করায় আমরা তার বদলা হিসেবে তৃণমূলের ৯জনকে অপহরণ করেছি।তৃণমূলকে রুখতে যেখানে যা প্রয়োজন তাই করা হয়েছে। ঘটনার চার ঘণ্টা পর পুলিশ অপহৃতদের উদ্ধার করে।তারপর কেশিয়াড়িতে পঞ্চায়েতের বোর্ড গঠনের কাজ শুরু হয়।
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে তা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আশা করা যায় না। এজন্য তার বিরুদ্ধে কেশিয়াড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল কংগ্রেস রক্ত ঝরাতে চায় না। তাই বিজেপি কর্মীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করলেও তৃণমূলের কেউ বাধা দেয়নি। তিনি দলীয় কর্মীদের প্রতিটি এলাকায় শান্ত-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান।
Published on: আগ ২৮, ২০১৮ @ ২৩:৪৭