সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: ফেব্রু ৮, ২০১৮ @ ২২:২১
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৮ফেব্রুয়ারিঃ অভিযোগটা বেশ কিছুদিন ধরেই উঠছিল। কিন্তু প্রশাসন সঠিক সময় খুঁজছিল। বৃহস্পতিবার আসে সেই মুহূর্ত। যৌথ অভিযান চালায় প্রশাসন। কার্যত এই অভিযানের সামনে পড়ে একেবারে গুটিয়ে যায় বেআইনি বালি বোঝাই গাড়ি।অভিযান চালায় ঝাড়গ্রাম থানা ও ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতর। অভিযানে ২০টি বেআইনি বালি বোঝাই গাড়ি আটক করা হয়। মানিকপাড়া এলাকার আমদই রাস্তার উপর এই অভিযান চলে।
এই অভিযানে অতিরিক্ত বালি বোঝায় ট্রাকটর, ডাম্পার, লরিগুলিকে পুলিশ আটক করে। প্রায় কুড়িটি বেআইনি বালি গাড়ি ভূমি রাজস্ব দফতর আটক করে সেগুলিকে থানার হেফাজতে পাঠায়। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অর্থাৎ বালির পরিমান অনুযায়ী জারিমানার অর্থ ধার্য করবে ভূমি ও ভূমি রাজস্ব দফতর বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এদিন অতিরিক্ত বালি বোঝাই গাড়ি ছাড়াও বেশ কয়েকটি গাড়ির বালি নেওয়ার অুনমতি সংক্রান্ত নথি ছিল না। পুলিশের বিশেষ সুত্রে জানা গিয়েছে, এদিন মানিকপাড়া এলাকার খালশিউলী অঞ্চলের মেহদিপুরের দিক থেকে বালি বোঝাই গাড়িগুলি আসছিল।
এদের মধ্যে বেশিরভাগই পশ্চিম মেদিনীপুর জেলার কোতয়ালি থানার অধীন বালি খাদান থেকে অতিরিক্ত বালি বোঝাই করে। এই সব গাড়িগুলি আমদই, সাহাদাদপুর হয়ে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন দিকে চলে যায়।
খালশিউলী এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল, ওই এলাকা দিয়ে যাতে অতিরিক্ত বালি গাড়ি না যাতায়াত করে।এই গাড়িগুলির জন্য রাস্তায় চলাই দায় হয়ে পড়েছে। প্রায় সময় এই গাড়িগুলির জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে।
এদিনের অবৈধ গাড়ি আটকের ফলে স্থানীয় বাসিন্দারা আশাবাদী যে আগামী দিনে আর এই রাস্তা দিয়ে অবৈধ গাড়ী চলবে না।
Published on: ফেব্রু ৮, ২০১৮ @ ২২:২১