
Published on: মার্চ ২২, ২০২১ @ ১৭:১৯
এসপিটি নিউজ, কলকাতা, ২২ মার্চঃ ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে কোথাও বাইক র্যালি করা যাবে না। আজ নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছে।এর ফলে চলতি বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের ঠিক আগের দিনগুলিতে যেভাবে বাইক র্যালি দাপিয়ে বেরাত তা এবার আর হবে না।
ভারতের নির্বাচন কমিশন আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোটগ্রহণের ঠিক ৭২ ঘণ্টা আগে বাইক র্যালি করা যাবে না। এতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যান্যবার ভোটের সময় ভোটের তিনদিন আগে নির্বাচনী এলাকায় বাইক র্যালির ধুম পড়ে যাতে দেখা গেছে। কমিশন এও জানিয়েছে, ভোটারদের ভয় দেখাতে ভোটের দিন এবং ভোটের আগের দিন কিছু সমাজবিরোধী বাইক মিছিল বের করে।
কমিশন উপরের এই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে ভোটগ্রহণের তারিখের ৭২ ঘণ্টা পূর্বে এবং সমস্ত ভোটগ্রহণের নির্বাচন কেন্দ্রগুলিতে ভোটের দিন কোনও জায়গাতেই বাইক মিছিলের অনুমতি দেওয়া হবে না।
এ বিষয়ে নির্দেশনা প্রধান নির্বাচনী আধিকারিকদের কাছে নির্দেশনামা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের ওয়াবসাইটেও বিষয়টি তুলে ধরা হয়েছে।
Published on: মার্চ ২২, ২০২১ @ ১৭:১৯