
Published on: মার্চ ২, ২০২২ @ ১২:১৪
এসপিটি নিউজ: কেন্দ্রীয় সরকার ইউক্রেনে আটকে পড়া সমস্ত ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনতে একাধিক বিমান পাঠাচ্ছে। আজ সকালে ইন্ডিগোর এমনই একটি উড়ানে দেশে ফিরলেন বহু ভারতীয় শিক্ষার্থী। তাদের স্বাগত জানাতে ইন্ডিগোর উড়ানে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আঞ্চলিক ভাষায় তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন। অভিনন্দন জানালেন বিমানের সমস্ত কর্মীদেরও।
আজ সকালে ভারতীয় ছাত্রদের নিয়ে আসা ইন্ডিগোর উড়ানে হাজির হয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি একদিকে সমস্ত ছাত্র-ছাত্রীদের পাশপাশি বিমানের সমস্ত ক্রু-পাইলটদের অভিনন্দন জানিয়েছেন। বলেছেন- “এটা একটা খুবই চ্যালেঞ্জিং সময়।যখন আপনারা সকলেই অনুকরনীয় সাহস ও ধৈর্য্য দেখিয়েছেন।আপনাদের স্বাগত জানাই। অভিনন্দন জানাই। একই সঙ্গে অভিনন্দন জানাই বিমানের সমস্ত ক্রু-পাইলটকে। এটা তাদের কাছেও একটা বড় কাজ।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি যুদ্ধবিধ্বস্ত থেকে ফিরে আঞ্চলিক ভাষায় কথা বলে স্বদেশে ফিরে ভারতীয়দের স্বাগত জানিয়েছেন। একাধিক আঞ্চলিক ভাষা কেরালা, বাংলা, গুজরাট, মহারাষ্ট্র-এর ছাত্রদের তাদের মাতৃভাষায় স্বাগত জানান। বাংলায় বলে ওঠেন- “বাংলা থেকে কে কে আছেন? বাড়ি ফেরত এসেছেন?আপনাদের খুব খুব অভিনন্দন জানাচ্ছি।”
#WATCH | Union Minister Smriti Irani welcomes Indians back home by speaking in regional languages on their return from war-torn #Ukraine pic.twitter.com/ZlfW39w6in
— ANI (@ANI) March 2, 2022
“আমি ভারতে ফিরে খুশি। আমি আশা করি অন্যান্য ভারতীয়দেরও শীঘ্রই সরিয়ে নিয়ে আসা হবে। অপারেশন গঙ্গা সত্যিই সহায়ক। আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। ইউক্রেন থেকে ফিরে দিল্লি বিমানবন্দরে নেমে জানালেন কৃষ্ণ কুমার।
আরও একটি বিমানে দেশে ফিরে আসা ভারতীয় শিক্ষার্থীদের স্বাগত জানাতে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি বলেন- “দেশে ফিরে আসা আমাদের নাগরিকদের স্বাগত জানাতে পেরে ভালো লাগছে। এটি একটি সংঘাতের পটভূমিতে একটি জটিল অপারেশন। আমাদের লক্ষ্য ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা। ভারতীয় বায়ু সেনা এবং বেসরকারি বিমান সংস্থাগুলিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ।” ছবিঃ এএনআই
Published on: মার্চ ২, ২০২২ @ ১২:১৪