ফ্ল্যাটে ঢুকতেই চোখ কপালে উঠল শিক্ষক দম্পতির, হাপিস প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী

Main রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ,দুর্গাপুর: রোজকার মতো আজকেও তারা দু’জন স্বামী-স্ত্রী গেছিলেন নিজের নিজের কর্মস্থলে। পেশায় দু’জনেই শিক্ষক-শিক্ষিকা। কিন্তু কাজ সেরে বাড়ি ফিরতেই চোখ কপালে উঠল তাদের। দেখলেন ফ্ল্যাটে তাদের ঘরের দজার তালা ভাঙা। ভিতরে সোনার গয়না, নগদ সহ প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী হাপিস।দিনে-দুপুরে এমন চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের নিউটাউনশীপ থানা এলাকার বিধাননগর এলাকায়।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

দুর্গাপুরের অন্যতম অভিজাত এলাকা বিধাননগরের “বাতায়ন” নামক ফ্ল্যাটের বাসিন্দা প্রশান্ত সিনহা ও তার স্ত্রী নিলীমা সিনহা দু’জনেই পেশায় শিক্ষক-শিক্ষিকা।প্রশান্তবাবু রাজবাঁধের একটি কলেজে কর্মরত আর নিলীমাদেবী দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা।

অন্যান্যদিনের মত শুক্রবারেও তারা দু’জনে যান স্কুলে।বিকালে ফ্ল্যাটে ফিরে দেখেন যে তাদের ফ্ল্যাটের দরজার ইন্টারলক ভাঙা।ঘরের ভিতরে ঢুকতেই তারা দেখেন যে আলমারি ভাঙা।সমস্ত জিনিষপত্র মেঝেই পড়ে আছে।আলমারি তে থাকা প্রায় ১৫-১৬ ভরি সোনার গহনা ও নগদ প্রায় ২২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি রা বলে দাবী গৃহকর্তা প্রশান্তবাবুর।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউনশীপ থানার পুলিশ।প্রশান্তবাবুর সামনের ফ্ল্যাটের বাসিন্দার কথায় শুক্রবার দুপুরে অনেকক্ষন একটি হোন্ডা সিটি গাড়ি যার নম্বর ছিলো দিল্লীর দাঁড়িয়ে ছিল।পুলিশের প্রাথমিক অনুমান ওই গাড়িতেই আসে দুষ্কৃতিরা।উল্লেখ্য মাসখানেক আগে এই বিধাননগরেই অন্য একটি আবাসনে এরকম একি কায়দায় চুরি হয়।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিধানননগর এলাকায়।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 59 = 65