Published on: ফেব্রু ১১, ২০২৪ at ২৩:৫৫
এসপিটি নিউজ, কলকাতা, ১১ ফেব্রুয়ারি : রবিবার অ্যাডামাস নলেজ সিটিতে অনুষ্ঠিত হল রাইসের ১৫ তম সমাবর্তন উৎসব।
সরকারি চাকরির প্রশিক্ষণ শিক্ষার উৎকৃষ্টতার প্রতীক হিসেবেই মূলত পরিচিতি রাইস এডুকেশন-এর। সেই শিক্ষাকেন্দ্রেরই কয়েক হাজার ছাত্রছাত্রীর মিলিত সমাবেশে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
প্রায় চার দশক আগে রাজ্য স্তরের প্রতিযোগিতা মূলক পরীক্ষার পথ চলা শুরু হয় আজকের পূর্ব ভারতের সর্ববৃহৎ গোষ্ঠীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইস গোষ্ঠীর চেয়ারম্যান প্রফেসর ড. সমিত রায়; এক্স এডিশনাল চিফ সেক্রেটারি গভর্মেন্ট অব ওয়েস্ট বেঙ্গল, চেয়ারম্যান হিডকো দেবাশিস সেন; এবং প্রাক্তন রাজ্য পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্টরা।
এই সমাবর্তন অনুষ্ঠানে রাইসের প্রাক্তন ছাত্রছাত্রীরা নিজেদের মুখে তাদের সাফল্যের কথা তুলে ধরে। রাইসের বিভিন্ন শাখার প্রায় ৪০০০ ছাত্রছাত্রী উপস্থিতি ছিলেন সেখানে।
এদিন প্রায় ২০০ ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় ২০০টি বিশেষ উপহার। ১০০০ এরও বেশি সফল ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয় সেখানে।
সেই সঙ্গে ১৫তম সমাবর্তনে শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জনকারী উচ্চ পদে চাকরিরত দু’জনকে মূল্যবান পুরস্কার হিসেবে দুটি গাড়িও উপহার তুলে দেওয়া হয় রাইসের পক্ষ থেকে।
এর পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তাঁর গেল উপস্থিত শ্রোতাদের মন কেড়ে নেয়।
রাইস গোষ্ঠীর চেয়ারম্যান সমিত রায়ের কথায়, রাইস হাজার হাজার মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পেরেছে। সরকারি চাকরির স্বপ্ন দেখিয়েছে। রাইস শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি সর্বোত্তম প্রতিষ্ঠান হিসেবে উদযাপিত হয়েছে নয়, বরং উত্তর বঙ্গের শিক্ষাগত স্কিমে একটি মূল্যবান শিক্ষামূলক প্রতিষ্ঠান হিসেবে সম্মান অর্জন করেছে।
Published on: ফেব্রু ১১, ২০২৪ at ২৩:৫৫