ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ফারিয়া মাহজাবিন গ্রেফতার

বাংলাদেশ বিদেশ
শেয়ার করুন

Published on: আগ ১৭, ২০১৮ @ ২২:৪৩

এসপিটি নিউজ, ঢাকা, ১৭ আগস্ট: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে ফারিয়া মাহজাবিন (২৮) নামে এক তরূণীকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাব-২ এর একটি দল। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, অডিও ক্লিপ জব্দ হয়।

র‌্যাবের (আইন ও গণমাধ্যম) সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে পশ্চিম ধানমন্ডি এলাকার কিংস প্যালেস নামের একটি বাড়ির দশ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন।

Published on: আগ ১৭, ২০১৮ @ ২২:৪৩

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 − 22 =