
Published on: ডিসে ২, ২০২০ @ ১৬:৫৮
এসপিটি নিউজ: তবে কি সৌগত রায়ের অসাধ্যসাধন ভেস্তে গেল! যেভাবে শুভেন্দু ইস্যুতে তৃণমূল সাংসদ তড়িঘড়ি সংবাদ মাধ্যমে ফোন করে সব কিছু জানিয়ে দিলেন তা এবার উলটো দিকে মোড় নিতে চলেছে। দলের বর্ষীয়ান নেতার এমন ভূমিকায় বেশ ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী। সৌগত’র ‘সব মিটে গেছে’ এভাবে বলাকে মেনে নিতে পারছেন না শুভেন্দু। আর তাই তিনি হোয়াটসঅ্যাপ করে সেই সৌগত রায়কেই জানিয়ে দিলেন তার মত।
বুধবার দুপুরেই হোয়াটসঅ্যাপ করে সৌগত রায়কে লিখলেন-“আমার বক্তব্যের এখনও সমাধান করা হয়নি। সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে। ৬ ডিসেম্বর আমার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সাংবাদিক সম্মেলন করে সব জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই আপনারা প্রেসকে সব জানিয়ে দিলেন। ফলে একসাথে কাজ করা মুশকিল। আমাকে মাফ করবেন।”
শুভেন্দুর এমন বার্তায় কার্যত ফের ছন্দপতন ঘটে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। গতকাল রাতে বৈঠক শেষ হতে না হতেই যেভাবে একটি সংবাদ মাধ্যমকে ফোন করে বৈঠকের সব কথা উগরে দিয়েছিলেন প্রবীণ নেতা সৌগত রায় এবং তৃণমূল এখন আরও বেশি শক্তিশালী হল বলে লাফাতে শুরু করেছিলেন আজ দুপুরে শুভেন্দুর এই ফোন বার্তা কিন্তু তাতে জল ঢেলে দিল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের।
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উপর শুভেন্দুর যে ক্ষোভ আগেই ছিল তা কিন্তু আবারও সামনে চলে এল। ইতিপূর্বে শুভেন্দু একাধিক অ-রাজনৈতিক সভা করেছেন। এমনকী তিনি নিজের সরকারি নিরাপত্তা ত্যাগ করার পাশাপাশি মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিয়েছেন। একটি সভাতে দাঁড়িয়ে শুভেন্দু বলেছেন- “আমি প্যারাসুটেও নামিনি, লিফটেও চড়িনি, ধাপে ধাপে এসেছি।”
তবে এখন দেখার বিষয় যে এবার তাহলে শুভেন্দু অধিকারী কি করেন। তিনি কি সত্যিই তৃণমূল ছেড়ে দেবেন নাকি রাগ-অভিমান ভুলে গতকাল উত্তর কলকাতার বৈঠক অনুযায়ী তৃণমূলেই থেকে যাবেন। গতকালের বৈঠকের পর ভাবা গেছিল শুভেন্দু ইস্যু তাহলে অবশেষে ইতি হয়ে গেল। কিন্তু আজ দুপুরের তার হোয়াটসঅ্যাপ বার্তার পর কিন্তু তাতে ফের ছন্দপতন ঘটে নতুন করে জল্পনা আরও উসকে দিল। এবার তাহলে কি হতে চলেছে? এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন অধীর আগ্রহে রাজনৈতিক মহল তাকিয়ে আছে শুভেন্দু অধিকারীর দিকেই।
Published on: ডিসে ২, ২০২০ @ ১৬:৫৮