
Published on: মে ২৮, ২০১৮ @ ১৬:৩৪
এসপিটি স্পোর্টস ডেস্কঃ আর মাত্র ১৮ দিন বাকি। ফিফা বিশ্বকাপ ২০১৮ নিয়ে গোটা বিশ্ব তৈরি হয়ে আছে। আর এই বিশ্বকাপের কথা উঠলেই একটা টিমের নাম উঠে আসবে। যার নাম জার্মানি। বিশ্বকাপ ফুটবলে পেনাল্টির ক্ষেত্রে যারা সত্যি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এ পর্যন্ত তারা যে চারবার পেনাল্টি শুটআউটে জিতেছেন সেখানে তারা ১৮টি পেনাল্টি শুটআউট করে। যার মধ্যে মাত্র একটি শুটআউট-এ তারা ব্যর্থ হয়। জার্মানিকে তাই বলা হয় পেনাল্টির রাজা।
১৯৮২ সালে স্পেন বিশ্বকাপের সেমিফাইনালে ইউলি স্টিলাইককে খুঁজে পাওয়া যায়নি। ফ্রান্সের বিরুদ্ধে সেই ম্যাচে ম্যানফ্রেড কালজ, পল ব্রিটনার, পিয়েঋ লিট্টবারস্কি, কার্ল-হিঞ্জ রুমেনিগে এবং হর্স্ট রুবেসস সকলেই গোল করেছিলেন। যেখানে টনি শুমাখ্যার দু’টি অনবদ্য শট বাঁচিয়ে দিয়েছিলেন। যার জন্য সেবার জার্মানিকে ফাইনালে পৌঁছে দিয়েছিল।
স্পট-কিকের মধ্যে দিয়ে ২০০৬ সালের বিশ্বকাপে জার্মানি নিজের দেশের মাটিতে আর্জেন্টিনার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ বের করে শেষ চারে উঠতে পেরেছিল।সেবার দল জেন্স লেম্যানের উপর আস্থা রেখেছিল। কারণ, প্রতিযোগিতা শুরুর কিছুদিন আগে কিংবদন্তি গোলরক্ষক অলিভার কানের বদলে তাঁকে নিয়ে আসা হয় দলে। কান খেলতে না পারায় তাঁকে সেদিন চোখের জল আটকাতে আপ্রেননি। তবে সতীর্থের প্রতি ছিল তাঁর শুভকামনা। কাঁদতে কাঁদতে বলেছিলেন,”আমি আপনার শুভকামনা করি।এখন এটা আপনার জিনিস, আপনি এটা আপনার মতো করে দেখাতে পারেন।”
লেম্যান তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্তে রবার্তো আইলা এবং এস্তেবান কম্বিয়াসোর পেনাল্টি কিক বাঁচিয়ে দলকে শেষ চারে তুলেছিলেন। রুদ্ধশ্বাস সেই ম্যাচে লেম্যান তাঁর স্নায়ুটি ধরে রেখেছিলেন, যা তাঁকে তাঁর সেরা খেলাটা খেলতে সাহায্য করেছিল।
Published on: মে ২৮, ২০১৮ @ ১৬:৩৪