Published on: মে ৩১, ২০১৮ @ ১০:৩৬
এসপিটি স্পোর্টস ডেস্কঃ প্রথমে তাঁকে মনোনীত করা হয়েছিল।কিন্তু বর্তমান পরিস্থিতি ফিফা রেফারিজ বিবেচনা করে ফিফা বিশ্বকাপ ২০১৮-র থেকে সৌদি আরবের রেফারি ফায়াদ আল মিরদাসির নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
ফিফা বিশ্বকাপ ২০১৮ থেকে মোট তিনজন ম্যাচ অফিসিয়ালকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে। আরও দু’জন হলেন সৌদি আরবের মহম্মদ আল আবাকরি এবং আবদুল্লা আলসালোয়াই। এরা সকলেই ছিলেন মিরদাসির টিমে।ফিফা এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোন পরিস্থিতি তা ফিফা প্রকাশ করেনি।
এই সিদ্ধান্তের কথা ফিফা সৌদি আরবিয়ান ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকে জানিয়ে দিয়েছে।
ফিফা রেফারিজ কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে মিরদাসির জায়গায় এখনই কাউকে সরাসরি নিয়োগ করা হবে না। যদিও ফিফা বিশ্বকাপ ২০১৮ তে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে সৌদি আরবের হাসান আলমাহরি ও জাপানের জাপানের হিরোশি ইয়ামুচিকে।যারা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবে যথাক্রমে সৌদি আরবের রেফারি মহম্মদ আবদুল্লা ও জাপানের রেফারি রাইউজি সাতোর সঙ্গে।
এবারের বিশ্বকাপে ফিফা তাদের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করছে। যেখানে ৩৫ জন রেফারি , সহকারি রেফারি ৬৩জন এবং ভিডিও সহকারি রেফারি ১৩জনকে নিয়োগ করেছে।৩৫জন রেফারির মধ্যে এশিয়া থেকে মাত্র পাঁচজন সুযোগ পেয়েছেন। সহকারর রেফারির তালিকায় এশিয়া থেকে আছেন মাত্র ১০জন। ভিডিও সহকারি রেফারির তালিকায় আছেন সেখানে মাত্র একজন।
Published on: মে ৩১, ২০১৮ @ ১০:৩৬