‘ফার্মাকন ভেট’এর ত্রাণ পরিষেবা অব্যাহত, এবার পাখিরালয়

Main প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৬, ২০২১ @ ১১:৪১

এসপিটি নিউজ, কলকাতা, ১৬জুন:  ফার্মাকন ভেট প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের ত্রাণ পরিষেবা অব্যাহত রেখেছে। শঙ্করপুর, নামখানার পর এবার সুন্দরবনের প্রত্যন্ত গোসাবা ব্লকের অন্তর্গত পাখিরালয়ে ত্রাণ নিয়ে পৌঁছে গেল ফার্মাকন-এর টিম। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রকোপে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন এলাকার বহু মানুষ।সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থাও ত্রাণের কাজে এগিয়ে এসেছে। ফার্মাকন তাদের মধ্যে অন্যতম।

ফার্মাকনের কর্ণধার সঞ্জয় রায় জানান, নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা গোসাবা ব্লকের পাখিরালয়ে গতকাল পৌঁছন ত্রাণ নিয়ে। সেখানে তারা সব মিলিয়ে প্রায় ৩০০-৩৫০ জনের হাতে ত্রাণ-সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, নুন, আলু, নিউট্রিলা, ছাতু, চিড়ে, বাতাসা, মুড়ি ছাড়াও আরও অনেক কিছু দেওয়া হয়েছে।

ভেটেরিনারি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি হিসাবে রাজ্যের মধ্যে এক পরিচিত নাম ফার্মাকন ভেট প্রাভেট লিমিটেড। ব্যবসায়িক কার্যকলাপের পাশাপাশি তারা সারা বছর ধরেই নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করে থাকে।এবার ঘূর্ণিঝড় ইয়াসের জেরে রাজ্যের সমুদ্র ও নদী তীরবর্তী এলাকাগুলিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। ঝড়ে তাদের প্রায় সমস্ত কিছু খোয়া গিয়েছে। এখন তারা ত্রাণের অপেক্ষায় রয়েছে।ত্রাণের ভরসাতেই তাদের এখন দিন চলছে।

এর আগে ফার্মাকন পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে গিয়ে সেখানে প্রায় ১০০টি পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিয়ে এসেছেন। এরপর তারা ত্রাণের গাড়ি নিয়ে পৌঁছে যান নামখানা ব্লকে। সেখানেও তারা ১০০ জনের বেশি মানুষজকে ত্রাণ বিলি করেন। এরপর তারা গতকাল ত্রাণ নিয়ে পৌঁছে যান সুন্দরবনের গোসাবা ব্লকের পাখিরালয়ে। সেখানে তারা ৩০০ থেকে ৩৫০জনের হাতে ত্রান-সামগ্রী তুলে দেন।

Published on: জুন ১৬, ২০২১ @ ১১:৪১


শেয়ার করুন