এসপিটি নিউজ, ঝাড়গ্রাম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাধারণ মানুষের পাশে থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে চলেছে তখন একটা অংশ তাঁর এই প্রয়াসকে নানাভাবে ভন্ডুল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তারই একটা ছবি ফের দেখা গেল ঝাড়গ্রামের একটি স্কুলে। যেখানে স্কুলের পোশাক বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ইন্দখাড়া স্কুলে এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গেছে এলাকায়।সংঘের স্ব-সহায়ক দলগুলিকে বাদ দিয়েই স্কুল কর্তৃপক্ষ নিজেরাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়াতে ক্ষোভে ফেটে পড়েন সংঘের মহিলারা।এর জেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘেরাও করেন সংঘের মহিলারা।সংঘের মহিলাদের পাশাপাশি অভিভাবকেরাও প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে বিক্ষোভ দেখায়।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার অন্তর্গত দুধকুন্ডি স্কুলের ইন্দখাড়া প্রাথমিক স্কুলে।