
Published on: ডিসে ২২, ২০১৭ @ ১৭:৫০
এসপিটি নিউজ ডেস্কঃ মেয়েদের মধ্যে ২০১৭ সালে ‘ফোর্বস ইন্ডিয়া’ সেরা-২১ তালিকায় শীর্ষস্থানটি অর্জন করল প্রিয়াঙ্কা চোপড়া। মহিলা খেলোয়াড়দের মধ্যে এই তালিকায় পি ভি সিন্ধু আছেন তৃতীয় স্থানে।আর ২১তম স্থানটিতে আছেন সানিয়া মির্জা।’ফোর্বস ইন্ডিয়া’ এই তালিকা প্রকাশ করেছে।তালিকায় চলচ্চিত্র জগতের আধিক্য থাকলেও সংগীত, ক্রীড়া, টেলিভিশনও প্রাধান্য পেয়েছে। তালিকাটিতে সেলিব্রিটিদের সারা বছরের আয়ের হিসাবকে মাপকাঠি ধরা হয়েছে।
‘ফোর্বস ইন্ডিয়া’ যে মহিলাদের সেরা-২১ তালিকা তৈরি করেছে তাতে ১৩জন অভিনেত্রী, তিনজন টেলিভিশন ব্যক্তিত্ব, তিনজন খেলোয়াড়, দু’জন গায়িকা স্থান পেয়েছে। তালিকায় শীর্ষস্থান দখল করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।৩৫ বছরের প্রিয়াঙ্কা এখনও যে সেলিব্রিটি জগতে সবার উপরে থাকতে পারে এটা তারই প্রমাণ।’ফোর্বস ইন্ডিয়া’ আয়ের যে হিসাব দিয়েছে তাতে ২০১৭ সালে প্রিয়াঙ্কার আয়ের পরিমাণ ৬৮ কোটি টাকা। যা বাকি মহিলা সেলিব্রিটিদের চেয়ে সবচেয়ে বেশি। এক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষনীয়, তা হল তালিকায় প্রিয়াঙ্কা হলেন দ্বিতীয় বেশি বয়সী মহিলা সেলিব্রিটি। তাঁর বয়স ৩৫। তবে, প্রিয়াঙ্কার চেয়েও আরও একজন বয়স্কা সেলিব্রিটি ৪৩ বছরের কাজলও আছেন সেরা-২১ তালিকায়। তাঁর স্থান ১৪।২০১৭ সালে তাঁর বাতসরিক আয়ের পরিমাণ ১৩.৩৮ কোটি টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দীপিকা পাড়ুকন। যার বাতসরিক আয়ের পরিমান ২০১৭ সালে ৫৯.৪৫ কোটি টাকা। তৃতীয় স্থানে আছেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। ২২ বছরের সিন্ধুর ২০১৭ সালে আয়ের পরিমাণ ৫৭.২৫ কোটি টাকা।
তালিকায় মাত্র দু’জন গায়িকা ‘ফোর্বস ইন্ডিয়া’ মহিলাদের সেরা-২১ তালিকায় স্থান পেয়েছেন। তাঁরা হলেন সুনিধি চৌহান ও নেহা কাক্কর। সুনিধি আছেন ৮ নম্বরে আর নেহা আছেন ১৫তে। তাঁরা দু’জনে ২০১৭ সালে আয় করেছেন যথাক্রমে ১৬.১৭ কোটি ও ১২.২১ কোটি টাকা। এই তালিকায় স্থান করে নিয়েছেন ইয়িঞ্জন টেলিভিশন পার্সোনালিটিও। তাঁরা হলেন সুগন্ধা মিশ্র (১৮ নম্বর), ভারতী সিং (১৯ নম্বর), দিভ্যাঙ্কা ত্রিপাঠি দাহি (২০ নম্বর)। তাঁরা ২০১৭ সালে আয় করেছেন যথাক্রমে-৩.৩৯ কোটি টাকা, ৩.২৫ কোটি টাকা ও ২.৯২ কোটি টাকা।
তালিকায় আর যে সব অভিনেত্রীরা স্থান পেয়েছেন তাঁরা হলেন চতুর্থ স্থানে থাকা আলিয়া ভাট-২০১৭ সালে আয়ের পরিমাণ ৩৯.৮৮ কোটি টাকা, পঞ্চম স্থানে থাকা কঙ্গনা রানাউত-আয়ের পরিমাণ ৩২ কোটি টাকা, সপ্তম স্থানে থাকা অনুষ্কা শর্মার আয়ের পরিমাণ ২৮.২৫ কোটি টাকা। এছাড়াও তালিকায় স্থান পেয়েছেন সোনাক্ষী সিনহা, করিনা কাপুর, সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ, জ্যাক্লিন ফার্নান্ডেজ, পরিণীতা চোপড়া, শ্রদ্ধা কাপুর।Published on: ডিসে ২২, ২০১৭ @ ১৭:৫০