Published on: মে ২৬, ২০১৮ @ ২২:৫৬
এসপিটি নিউজ ডেস্কঃ রাজস্থানের ভিলওয়ারায় গ্রীষ্মের প্রখর তাপে ১১টি ময়ূরের মৃত্যু হয়েছে। ২টি ময়ূরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।গোটা ঘটনার উপর নজর রাখছে বন দফতর ও স্থানীয় প্রশাসন।
জানা গেছে, ভিনওয়ারার রায়সিং পুরার জঙ্গলে শনিবার ১১টি ময়ূরকে মৃত অবস্থায় দেখা যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় প্রাণীসম্পদ বিভাগের আধিকারিক ও বন দফতরের রেঞ্জাররা। তারা সেখান থেকে দুটি ময়ূরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। ময়ূর দুটির চিকিৎসা করা হচ্ছে।
এদিন রাজস্থানে গরমের তীব্রতা ছিল অনেক। এএনআই সূত্রের খবর, প্রচণ্ড গরম সহ্য করতে না পেরেই ময়ূরগুলির মৃত্যু হয়েছে। ছবি-এএনআই
Published on: মে ২৬, ২০১৮ @ ২২:৫৬