সংবাদদাতা-কৃষ্ণা দাস
Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ২২:১৪
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১১ সেপ্টেম্বরঃ দলের কাজ সেরে ফিরছিলেন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী। শিলিগুড়ি ঢোকার মুখে তাঁর গাড়ি আটকায় দুষ্কৃতীরা। চালককে গাড়ি থেকে নামিয়ে পেটাতে থাকে। অভিজিৎবাবু নেমে কাজণ জিজ্ঞাসা করতে গেলে তাঁকেও ধাক্কা মারা হয়। দলের জেলা সম্পাদক তাঁকে বাঁচাতে এলে দুষ্কৃতিরা তাকেও মারধর করে বলে অভিযোগ। পুলিশে অভিযোগ জানাতে গেলে সেখানেও হাজির হয়ে ঐ দুষ্কৃতীরা বিজেপির জেলা সভাপতির উপর চড়াও হয়। দলের সভাপতি আক্রান্ত এই খবর পেয়ে এরপর চারিদিক দিয়ে বিজেপি কর্মীরা সেখানে ছুটে এলে দুষ্কৃতীরা রণে ভঙ্গ দিয়ে পালায়।
কি হয়েছিল
মঙ্গলবার বিকেলে দলীয় বৈঠক সেরে গাড়ির চালক সহ দার্জিলিং জেলার সাংগঠনিক কার্যকারি সভাপতি অভিজিৎ রায় চৌধুরি ফিরছিলেন শিলিগুড়িতে। তাঁর গাড়ি তখন ওল্ড মাটিগাড়া রোড হয়ে শিলিগুড়ির দিকে আসছিল। বিজেপি সভাপতি অভিজিৎ রায় চৌধুরির অভিযোগ, “তেনজিং নোরগে বাস স্ট্যান্ড সংলগ্ন পাতিকলোনীর পঞ্চনই ব্রিজের কাছে পৌঁছতেই তৃণমূল কংগ্রেস আশ্রিত বিজেন্দ্র কাপুর ওরফে মাসুমের নেতৃত্বে স্থানীয় একদল তৃণমূল কর্মী তাদের গাড়ি ঘিরে ফেলে। মুখে অশ্রাব্য গালিগালাজ করে তাঁর গাড়ির চালককে টেনে নামিয়ে মারধর শুরু করে। বাধা দিতে নামলে আমাকেও ধাক্কা মারে।খবর পেয়ে দলের জেলা সম্পাদক কানাইয়া পাঠক সেখানে এলে তাকেও বেধরক মারধর করে মাসুমের দলবল।”
পুলিশের সামনেই আক্রান্ত
অভিজিৎবাবুর আরও অভিযোগ, “ঘটনার একঘন্টা পর সেখানে পৌঁছয় পুলিশ। কিন্তু তাতে আমাদের কোনও সুবাধাই হয়নি। পুলিশের সামনেই তাদের ওপর চড়াও হয় দুষ্কৃতিরা। মাসুমের দাদাগিরিতে পুলিশ নীরব দর্শক বনে যায়। বলা যেতে পারে পুলিশ সেখানে এসে আমাদের রক্ষা করা পরিবর্তে দুষ্কৃতীদের সহযোগিতা করে। ইতিমধ্যে আমাদের দলীয় কর্মীরা ঘটনাস্থলে পৌছতেই মাসুম তার দলবল নিয়ে পালিয়ে যায়।” এরপর প্রধান নগর থানা ঘিরে দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।
কে এই মাসুম
অভিজিৎবাবু আরও অভিযোগ করেন, প্রধাননগর থানার আইসি’র ছত্রছায়ায় মাসুম নামে তৃণমুলের এই গুণ্ডার দাদাগিরি ক্রমেই সীমা ছাড়িয়ে যাচ্ছে। ধর্ষন, তোলাবাজি সহ একের পর এক অপরাধের সঙ্গে যুক্ত এই মাসুম। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। অভিজিৎবাবুর দাবি, এইসব দুষ্কৃতিদের গ্রেফতার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বিজেপি। বিজেপি’র জেলা সহ-সভাপতি রজত মুখার্জি এই ঘটনার তীব্র নিন্দা করে দোষিদের শাস্তির দাবি জানান্রর। তার আরও অভিযোগ, তৃণমূলের উচ্চ নেতৃত্বের ইন্ধনেই গোটা রাজ্য জুড়ে বিজেপির ওপর আক্রমন চালাচ্ছে তৃ্ণমূল। গোটা রাজ্যে বিজেপির বারবাড়ন্তই তৃণমূলের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। তাই জেলায় জেলায় আক্রমণ অব্যাহত।
অভিযোগ অস্বীকার তৃণমূলের
তৃণমূল কংগ্রেসের পুর নিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার বিজেপি’র এই অভিযোগ অস্বীকার করে বলেন, “বিজেপি নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য তৃ্ণমূলের ওপর এ ধরনের মিথ্যা অভিযোগ তুলছে। এইসব ভিত্তিহীন বলে দাবি তার। তাঁর আরও বক্তব্য, যদি কেউ হামলা করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।
Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ২২:১৪