
- বচ্চন পরিবারের চারজনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। জয়া বচ্চন সহ বাকিদের নেগেটিভ।
- সকালে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়।
- উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরে আরোগ্য কামনা করে দেওয়া হল পুজো।
Published on: জুলা ১২, ২০২০ @ ১৭:৫৭
এসপিটি নিউজ, মুম্বই, ১২ জুলাই: প্রথমবারে রিপোর্ট নেগেটিভ এসেছিল। এবার দ্বিতীয়বারে টেস্ট রিপোর্ট এল পজিটিভ। ঐশ্বর্য্য রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যা করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন। পরিবারের চারজনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। জয়া বচ্চন সহ বাকিদের নেগেটিভ।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী সংবাদ নিশ্চিত করেন
মুম্বইয়ের সহকারি কমিশনার বিশ্বাস মোতে অনুযায়ী আজ দুপুর আড়াইটে নাগাদ এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।অন্যদিকে, জয়া বচ্চন, কন্যা শ্বেতা বচ্চন নন্দা এবং তার সন্তান নভ্যা নাভেলি নন্দা এবং অগস্ত্যা নন্দার রিপোর্ট নেগেটিভ এসেছে। শনিবার সন্ধ্যায়, বিগ বি এবং অভিষেক তাদের সোশ্যাল মিডিয়া পেজে করোনাভাইরাস নির্ণয়ের বিষয়ে নিশ্চিত করেছিলেন।তবে ঐশ্বর্য্য রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা রাই বচ্চনের পজিটিভ রিপোর্ট নিশ্চিত করেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ।
শনিবার সন্ধ্যায় আরাধ্য্যা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে জয়া ও ঐশ্বর্য্যার পরীক্ষা করা হয়েছিল। তখন তাদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছিল। একই ফলাফল এসেছিল জয়া, শ্বেতা, নভ্যা এবং অগস্ত্যার ক্ষেত্রে।তারা নিরাপদে বেরিয়ে এসেছিলেন।
‘জলসা’ করা হয় স্যানিটাইজ
স্থানীয় কর্পোরেশন জলসাকে সকাল থেকেই স্যানিটাইজ করে রেখেছিল এবং বাংলোটি সিল করে দেওয়া হয়েছে।এরই মধ্যে দেশে-বিদেশে বিগ-বি ও তাঁর পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক বার্তা পাঠাচ্ছেন বহু মানুষ। যাদের মধ্যে অসংখ্য সেলিব্রিটি যেমন আছেন তেমনই আছেন শিল্পপতি থেকে রাষ্ট্রনায়ক। আজই আবার মধ্যপ্রদেশের উজ্জ্ব্য়িনীতে মহাকাল মন্দিরেও সেখানকার পুরোহিতার বিগ-বি ও তাঁর পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে পুজো দিয়েছেন।
Published on: জুলা ১২, ২০২০ @ ১৭:৫৭