Published on: জানু ১৫, ২০১৮ @ ১৭:২৮
এসপিটি নিউজ ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলির লড়াই অব্যাহত। এর সূত্রপাত গত শনিবার এক ভারতীয় সেনার মৃত্যুর পর থেকে পরিস্থিতি জটিল আকার নিয়েছে। এর পর থেকেই ভারতীয় সেনা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তাতে সোমবার পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার গুলিতে সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী সূত্রে দাবি করা হয়েছে। পিটিআই সূত্রে এমন খবর মিলেছে।
খবরে প্রকাশ, গত শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানিদের হাতে এক ভারতীয় সেনার মৃত্যুর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। ভারতীয় সেনারা একইভাবে প্রতিশোধ নেওয়ার কথা ভেবে নেয়। ঠিক করে নেওয়া হয় নিয়ন্ত্রণ রেখা বরাবর এবার তারাও আঘাত হানবে পাকিস্তানি শিবিরে।
যেমন ভাবা তেমন কাজ।সোমবার সকালেই পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে জগলোট এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে “প্রতিশোধমূলক ব্যবস্থা” চালায়। তাতে মোট ৭ পাকিস্তানি সেনা নিহত ও চারজন আহত হয়েছে।পিটিআই-কে এমন খব জানিয়েছেন এক ভারতীয় সেনা অফিসার। ফাইল ছবি
সূত্রঃ হিন্দুস্তান টাইমস
Published on: জানু ১৫, ২০১৮ @ ১৭:২৮