
Published on: মে ২৬, ২০১৮ @ ২১:২৯
এসপিটি নিউজ ডেস্কঃ এরই নাম বোধ হয় জীবন। আমরা যারা নিয়মিত খাবার জল পাই এমনকি গ্রীষ্মের দাবদাহ থেকে তৃপ্তি পেতে পুকুরে কিংবা নদীতে গা ভাসিয়ে রাখি তারা এসব ভাবতেই পারে না। অথচ আমাদের দেশেই আর এক প্রান্তে আমাদের মতোই ভারতবাসীরা জলের জন্য হাহাকার করে চলেছে। একটু জলের জন্য তারা নিয়মিত এক কিলোমিটার হেঁটে বড় এক কুঁয়োর সামনে এসে লাইন লাগাচ্ছে। আর সেই কুঁয়োর ভিতর প্রাণের ঝুঁকি নিয়ে নেমে যাচ্ছে গ্রামের ছোট ছোট মেয়েদের। এভাবেই জলের জন্য জন্য লড়াই চালিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের শাহপুরার দিন্দোরি গ্রামের মানুষ।
এখন তীব্র জলের সংকট দেখা দিয়েছে শাহপুরার ওই গ্রামে। আর তার জন্য তারা জলের জন্য পায়ে হেঁটে এক কিলোমিটার পথ এসে কুঁয়ো থেকে জল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। আর এজন্য তাদের লাইন দিতেও হচ্ছে। কিন্তু যে কুঁয়ো থেকে জল নিতে আসছে তার অবস্থাও খুব খারাপ। সেখানেও জল একেবারে নেমে গেছে নীচে। আর তারজন্য শুরু হয়েছে ওই গ্রামের মানুষদের লড়াই।
ওই কুঁয়োতে নামিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট মেয়েদের। ছেলেরা নীচে বসে গ্লাস কিংবা মগে করে জল তুলছে। আর উপর থেকে দড়ি লাগিয়ে এক একজন বালতি নামিয়ে দিচ্ছে নীচে। মেয়েরা সেই জল তুলে বালতি ভরে দিচ্ছে। কুঁয়োর কাঁজে যে পাত লাগানো আছে তা খুব সরু। তাতে বড়রা নামতে পারবে না, তাই ছোটদের নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ওই জায়গা থেকে একবার পা হড়কে গেলে একেবারে নীচে পড়লে কি হতে পারে সহজেই অনুমেয়।
শাহপুরার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এই ঘটনার খবর শনাম মাত্রই এএনআই-কে জানিয়েছেন, তিনি স্থানীয় পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছেন তারা যেন অবিলম্বে দুটি জলের ট্যাঙ্কার ওই গ্রামে পাঠিয়ে দেয়। এখন থেকে প্রতিদিন যাতে গ্রামে দুটি জলের ট্যাঙ্কার থাকে তিনি তার ব্যবস্থা করছেন। তিনি দেখেছেন ছোট ছোট মেয়েরা কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে কুঁয়োর মধ্যে নামছেন, এসব যাতে আর গ্রামের মানুষ করতে না হয় তার জন্য তৎপর হয়েছেন ওই সরকারি আধিকারিক।ছবি-এএনআই
Published on: মে ২৬, ২০১৮ @ ২১:২৯