
Published on: নভে ২৭, ২০২০ @ ১৯:৪১
এসপিটি নিউজ ডেস্ক: নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সমানে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে।গতকালের পর ফের আজকেও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার উপর যুদ্ধবিরতি বঙ্গ করল। শুক্রবার তারা জম্মু ও কাশ্মীরের রাজৌরীতে ভারী গোলাবর্ষণ হয়েছে। এতে দুই জওয়ান শহীদ হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ রাজৌরি জেলার সুন্দরবানি সেক্টরে পাকিস্তান সেনাবাহিনী গুলি চালিয়েছিল। এতে ভারতীয় সেনাবাহিনীর নায়ক প্রেম বাহাদুর খত্রি ও রাইফেলম্যান সুখবীর সিং গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। উস্কানির এই পদক্ষেপে ভারতীয় সেনাবাহিনী তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে।
এর আগের দিন শহীদ হয়েছিলেন সুবেদার
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে, পাকিস্তান পুঞ্চ জেলার কিরনি, কসবা ও শাহপুর সেক্টরে মর্টার দিয়ে ছোট অস্ত্র গুলি চালায়। এতে সেনাবাহিনীর স্বতন্ত্র সুবেদার সিং শহীদ হন, একজন বেসামরিক আহত হন। স্বতন্ত্র সিংহ উত্তরাখণ্ডের গাড়ওয়াল জেলা থেকে এসেছিলেন। কিছু দিন আগে পাকিস্তান সেনাবাহিনী পুঞ্চের দিগম্বর, মালতী ও ডালান এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনও করেছিল।
Published on: নভে ২৭, ২০২০ @ ১৯:৪১