
Published on: মার্চ ২৫, ২০১৮ @ ১৪:১৪
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৫ মার্চঃ মেদিনীপুর সিপাহীবাজারের এই ঘটনাকে ঘিরে রবিবার সকালে হুলস্থূল লেগে যায়। মেদিনীপুরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঢোকার এই একমাত্র রাস্তাই এদিন কাল হয়ে উঠল।জোর বাঁচা বেঁচে গেল প্রায় ৪০জন মানুষ।
দাঁতনের সোনাকনিয়া থেকে বাসটি যাত্রী নিয়ে মেদিনীপুর আসছিল। সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঢোকার জন্য বাসগুলিকে এই সিপাহীবাজারের রাস্তা ধরেই যেতে হয়। সেই মতো এই বাসটিও এই রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে মারে একটি বাড়ির সদর দরজায়। গ্রিলের সেই গেটে লেগে তা ভেঙে তুবড়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় বহু মানুষ।
Published on: মার্চ ২৫, ২০১৮ @ ১৪:১৪