নিস্তার নেই, ফের হাতি আঁছড়ে মারল এক চাষিকে

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

 Published on: ফেব্রু ৭, ২০১৮ @ ১৮:০৩               

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৭ ফেব্রুয়ারিঃ আর কত মানুষের যে হাতির হামলায় মরতে হবে তা জানে না ঝাড়গ্রাম জেলার মানুষ। এমন ‘ক্ষ্যাপাটে’ হাতির দলের উৎপাতে রীতিমতো বেসামাল জেলা বনদফতর।তারা শুধু মুখেই অনেক কথা বলে চলেছে। আর এক দিক দিয়ে জঙ্গলের ‘দানব’ হাতির দল একের পর এক মানুষকে খুন করে চলেছে। এই খুন যদি কোনও মানুষ করত তবে তার খোঁজে তল্লাশি চলত। তাকে খুঁজে গ্রেফতার করে মামলা হত। বিচার হত। জঙ্গলের ঐ ‘দানব’-এর ক্ষেত্রে ওসব অবশ্য চলবে না। যে হাতি খুন করে চলে গেল তাকে খুঁজে পাওয়া তো এক অসাধ্য ব্যাপার। আর পেলেওবা কি হবে। যার ঘর পুড়ল তার তো কিছুই হবে না। গ্রামবাসীদের ক্ষোভ-প্রতি বছর এমনটা হয়। বন দফতরের এই ব্যাপারে কোনও হেলদোল নেই।এটা ঠেকানোর জন্য যে পরিকাঠামো দরকার সেটা আজও তারা করে উঠতে পারেনি। আর তাই প্রতি বছর গ্রামের নিরীহ গ্রামবাসীদের এর কঠিন মূল্য চোকাতে হচ্ছে।

যেমনটা এদিন নিজের প্রাণ দিয়ে চোকালেন বিরগি গ্রামের চাষি গুরাই হেমব্রম (৪৫)। গ্রামবাসীদের অভিযোগ, গুরাই তাঁর ক্ষেতে চাষের কাজ করছিলেন। আর সেইসময় ঐ ‘ক্ষ্যাপাটে’ হাতির দল তাঁকে সামনে পেয়ে শুঁড়ে তুলে আঁছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুরাইয়ের।বলতে পারেন, এখন গুরাইয়ের পরিবারের কি হবে। কিভাবে চলবে ওর সংসার। বন দফতর তো তাদের মতো কথা বলবে। কেন তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলুন তো? এর কোনও জবাব তাদের কাছে আছে? দিতে পারবেন তারা?

ঘটনাটি ঘটেছে ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের বিরগি গ্রামে।স্থানীয় সুত্রে জানা যায় মঙ্গলবার রাতে ৪০টি হাতির দল মালাবতির জঙ্গল থেকে বেলপাহাড়ীর বামুনডিহা, বিষ্ণুপুর,  ভুলাভেদা, সিন্দুরিয়া হয়ে দলদলির জঙ্গলে গা ঢাকা দিয়েছে।

বনদফতরের অনুমান, হাতির দলটিকে তাড়ানোর সময় দলছুট হাতির আক্রমণে মৃত্যু হয় গুরাই হেমব্রুমের।এদিন সকালে গুরাই জমিতে চাষের কাজে গিয়েছিলেন ঠিক সেই সময় হাতির দল গুরাইকে সামনে পেয়ে আঁছড়ে মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয়।মৃতদেহ স্থানীয় মানুষের নজরে আসলে বনদফতরে খবর দেওয়া হলে বনদফতর ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় মানুষের বক্তব্য বনদফতর হাতির দলকে ঘিরে নিয়ে গেলেও অন্য কোন হাতির দল পুনরায় ভুলাভেদা এলাকায় চলে আসে এবং তান্ডব চালাতে থাকে। যা নিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

Published on: ফেব্রু ৭, ২০১৮ @ ১৮:০৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

82 + = 86