এসপিটি নিউজ, হাওড়াঃ শীতের মরসুমে গড়চুমুক পর্যটন কেন্দ্রকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যেগ নিল রাজ্য পর্যটন দফতর। পর্যটন কেন্দ্রটিকে সাজিয়ে তোলার লক্ষে সোমবার পর্যটন দফতরের আধিকারিক,স্থানীয় বিধায়ক পুলক রায়,হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য সহ পদস্থ আধিকারিকরা গড়চুমুক পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখেন।
পর্যটন দফতর সূত্রে খবর, হুগলি ও দামোদর নদীর সংযোগস্থল গড়চুমুক পর্যটন কেন্দ্রটি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার পর্যটকদের কাছে এই পর্যটন কেন্দ্রটিকে আরও আকর্ষণীয করে তুলতে বেশ কিছু পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নিল পর্যটন দফতর। দফতর সূত্রে খবর নদীর ধার বরাবর লোহার রেলিং দিয়ে ঘিরে ৩টি পা্র্ক গড়ে তোলা হবে। একটি প্রবীনদের জন্য একটি টিন এজারদের জন্য এবং অন্যটি পরিবারের সদস্যদের জন্য। পর্যটন দফতর সূত্রে খবর এছাড়াও নদীর পাড়ে বেশ কয়েকটি কটেজ ও ক্যাফেটেরিয়া ও বানানো হবে। পাশাপাশি পর্যটকদের মনোরঞ্জনের জন্য কয়েকটি ওয়াচ টাওয়ার নির্মান করা হবে যেখানে বসে পর্যটকরা প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবে।দফতর সূত্রে খবর মহানায়কের ব্যবহৃত লঞ্চটিকে হেরিটেজ করে পর্যটকদের ঘোরানোর জন্য ব্যবহার করা হবে।
এই বিষয়ে বিধায়ক পুলক রায় বলেন এমনিতেই হাওড়া জেলার গড়চুমুক পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে আকর্ষনের অন্যতম কেন্দ্রবিন্দু। এই পর্যটন কেন্দ্রটিকে আরোও আকর্ষণীয় করে তুলতে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।বিধায়কের দাবী নতুনভাবে সেজে ওঠার পরে গড়চুমুক জেলা তথা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে পড়ে উঠবে।