সংবাদদাতা- বাপ্পা মন্ডল
ছবি-বাপন ঘোষ
Published on: মে ১০, ২০১৯ @ ০৭:২১
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১০মে: ফের মৃত্যু হল এক পূর্ণ বয়স্ক হাতির। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে কেয়াঝরিয়া গ্রামে গতকাল এই ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে হাতিটির।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বন দফতরের একটি দল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে হাতিটির ময়না তদন্ত করছে বন দফতর।
তবে বৃহস্পতিবার সকালে কেয়াঝ্রিয়া গ্রামে ধান ক্ষেতের কাছেই হাতিটির মৃতদেহ দেখে স্থানীয় বাসিন্দারা বন দফতরকে খবর দেয়। বাসিন্দাদের দাবি, সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে হাতিটির।
Published on: মে ১০, ২০১৯ @ ০৭:২১