সংবাদদাতা-বাপ্পা মণ্ডল
Published on: জানু ২৭, ২০১৮ @ ২১:৩৫
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৭ জানুয়ারিঃ পুলিশে কর্মরত সকলের লক্ষ্য থাকে দেশের সুরক্ষা ব্যবস্থায় তাঁর যেন উল্ল্যখযোগ্য ভূমিকা থাকে। সে যেন দেশকে যে কোনও আঘাত থেকে রক্ষা করতে পারে। দেশের সার্বভৌমত্ব, সংহতি, ঐক্যকে মজবুত করতে সফল হয়। আর সেই কাজে একশো ভাগ সফল হয়েছেন নৈহাটি ঋষি বঙ্কিম কলেজের প্রাক্তন ছাত্র সি আর পি এফ ৫০ নম্বর ব্যাটেলিয়নের সেকেন্ড কম্যান্ড্যান্ট শ্যামল কুমার বসু।দেশ তাঁকে তাঁর যোগ্য মর্যাদা দিয়ে সম্মানিত করেছে। গতকাল প্রজাতন্ত্র দিবসে পুলিশ মেদেল ফর ম্যারিটোরিয়াস সার্ভিস সম্মানে ভূষিত করেছে ভারত সরকার।
নৈহাটি ঋষি বঙ্কিম কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পর ১৯৮৪ সাল থেকে তিনি সিআরপিএফ-এ দেশে ও বিদেশে সেবায় নিয়োজিত ছিলেন। যেখানেই কাজ করেছেন নিজের দক্ষতার প্রমান দিয়েছেন। তীব্র উগ্রবাদ প্রভাবিত পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর ছাড়াও উত্তর-পূর্ব রাজ্যেও সুনামের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬-১৯৯৭ সালে ইউনাইটেড নেশন-এর অধীনে বসনিয়া সহ আর একটি দেশেও কর্মরত ছিলেন।এছাড়াও তিনি সিআরপিএফ-এর ট্রেনিং সেন্টারে কার্য প্রশিক্ষকরূপে শিক্ষা প্রদান করেছেন।
আজ এতদিনের পরিশ্রমকে দেশ যোগ্য সম্মান দিল। পুলিশের সর্বোত্তম সম্মানে সম্মানিত করা হল এই পুলিশ আধিকারিককে।বর্তমানে তিনি লালগড় ক্যাম্পে কর্মরত আছেন।সারা রাজ্যে একমাত্র তিনি এই সম্মান পেলেন।
Published on: জানু ২৭, ২০১৮ @ ২১:৩৫