Published on: জুন ২২, ২০১৯ @ ২৩:৩৪
এসপিটি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অত্যন্ত এক সাদামাটা দল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে জিততে হল বেশ লড়াই করে। আর এই ম্যাচে জীবনের অন্যতম সেরা পারফরম্যান্স করে দলে দূরন্ত কাম ব্যাক করেও ম্যাচের সেরা হতে পারলেন মহম্মদ শামি।
শামির স্কোর কার্ড- ৯.৫ ওভার বল করেছেন।মেইডেন পেয়েছেন এক ওভার। রান দিয়েছেন ৪০। উইকেট পেয়েছেন ৪টি (হ্যাটট্রিক সহ)। ওয়াইড বল করেছেন তিনটি। ওভার পিছু রান দিয়েছেন ৪.০৭। সেখানে এই ম্যাচের সেরা যাকে বাছা হয়েছে সেই যশপ্রিত বুমরাহ ১০ ওভার বল করে এক ওভার মেইডেন পেয়েছেন। রান দিয়েছেন ৩৯। উইকেট পেয়েছেন ২টি। ওভার পিছু রান দিয়েছেন ৩.৯০।
শেষ দিকে পরিস্থিতি এতই জটিল হয়ে গিয়েছিল যখন মনে করা হচ্ছিল আফগানিস্তান ম্যাচ বের করে নেবে। শেষ ওভারে ছয় বলে আফগানিস্তানের দরকার ছিল ১৬ রান। শামি আসেন শেষ ওভার করতে। প্রথম বলেই বাউন্ডারি হাঁকান আফগান খেলোয়াড় নবি। পাঁচ বলে দরকার তখন ১২ রান। দ্বিতীয় বলে রান নেননি। তৃতীয় বলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে যান নবি। এখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন শামি। এরপর পর পর দু’বলে ক্লিন বোল্ড করেন দুই আফগান খেলোয়াড়কে। এক বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় ভারত।
আর এমন সুন্দর পারফরম্যান্স করার পর অনেকেই ভেবেছিলেন ম্যাচের সেরা হয়তো মহম্মদ শামিকেই দেওয়া হবে। কিন্তু দেখা গেল প্লেয়ার অব দ্যা ম্যাচ -এর পুরস্কার নিতে ঘোষণা করা হয়েছে যশপ্রীত বুমরাহের নাম।
দেখে নেওয়া যাক এর আগে বিশ্বকাপে কারা কারা হ্যাটট্রিক করেছেন
- চেতন শর্মা- নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৮৭ সালে
- শাকলিন মুস্তাক- জিম্বাবয়ের বিরুদ্ধে ১৯৯৯ সালে
- চামুন্ডা ব্যাস- বাংলাদেশের বিরুদ্ধে ২০০৩ সালে
- ব্রেট লি- কিনিয়ার বিরুদ্ধে ২০০৩ সালে
- এল মালিঙ্গা- দক্ষিণ আফ্রকার বিরুদ্ধে ২০০৭ সালে
- কে রোচ- নেদারল্যান্ডের বিরুদ্ধে ২০১১ সালে
- এল মালিঙ্গা – কিনিয়ার বিরুদ্ধে ২০১১ সালে
- এস ফিন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৫ সালে
- জেপি ডুমিনি- শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৫ সালে
- মহম্মদ শামি- আফগানিস্তানের বিরুদ্ধে ২০১৯ সালে
Published on: জুন ২২, ২০১৯ @ ২৩:৩৪