
Published on: জানু ১৭, ২০১৯ @ ২০:২৪
এসপিটি নিউজ ডেস্কঃ বাঘ সংরক্ষণে এত জোর দেওয়ার পরও কিন্তু বাঘ হত্যা বন্ধ করা যাচ্ছে না। তার আবারও প্রমাণ মিলল উত্তরাখণ্ডে এই দুই যুবকের গ্রেফতারির মধ্যে দিয়ে। উত্তরাখণ্ডের বাগেশ্বর এলাকা দিয়ে পাচার করা হচ্ছিল দুটি লেপার্ডের গায়ের ছাল। প্যাকেট বন্দি অবস্থায় তা নিয়ে যাচ্ছিল দুই যুবক। আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। তারা হাতেনাতে ধরে ফেলে এই দুই চোরাচালানকারীকে।বন্যপ্রাণ সুরক্ষা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে লেপার্ড দুটির গায়ের চামড়া।
Published on: জানু ১৭, ২০১৯ @ ২০:২৪