Published on: অক্টো ৮, ২০১৮ @ ২২:৩৯
এসপিটি নিউজ ডেস্কঃ দুদিন আগে সাদা পোশাকে এক স্বপ্ন কন্যার বেশে দিশা পাটানি নিজেকে তুলে ধরেছিলেন। ফটো শ্যুট দিয়েছিলেন একটি ম্যাগাজিনের জন্য। আবারও তিনি তাঁর সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তুলে ধরলেন নিজেকে আরও এক সুন্দর পোশাকে। এখানে দিশা নিজেকে ক্যামেরার সামনে কিছুটা খোলামেলা ভাবে মেলে ধরেছেন। এই স্টাইলে দিশাকে মানিয়েছে বেশ ভাল। এছাড়াও হালকা খয়েরি রঙের পোশাকে এক অন্য লুক উঠে এসেছে দিশার। যা তাকে বেশ আকর্ষনীয় করে তুলেছে। নীচে দেওয়া হল দিশার সেই ছবি।
ছবি-ট্যুইটার
Published on: অক্টো ৮, ২০১৮ @ ২২:৩৯