Published on: ফেব্রু ২৩, ২০২২ @ ১৭:১৯
এসপিটি নিউজ, বারাকপুর, ২৩ ফেব্রুয়ারি: পুরভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বারাকপুর পুর এলাকার দুই নম্বর ওয়ার্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ জানিয়েছেন প্রার্থী সম্রাট তপাদার। আজ বুধবার তিনি টিটাগড় থানায় লিখিতভাবে এক অভিযোগও জমা দিয়েছেন। অভিযোগের তীর স্থানীয় সিপিএমের দিকে। যদিও সিপিএম অভিযোগ অস্বীকার করেছে।
বারাকপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্রাট তপাদার অভিযোগ জানিয়ে বলেছেন-“গতকাল রাতে দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত সংহতি সরনীর বিভিন্ন এলাকায় আমাদের বেশ কিছু দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে তান্ডব চালিয়েছে যা আজ সকালে দলীয় কর্মীদের নজরে এসেছে। ভোট যত এগিয়ে আসছে শান্ত দুই নম্বর ওয়ার্ডকে অশান্ত করে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে সিপিএম ও বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা।”
সম্রাট মনে করছেন গতকাল সিপিএম এর এক পথসভা অনুষ্ঠিত হয়। আশঙ্কা, ওই সভা থেকেই এই ঘটনার প্ররোচনা দিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। অবিলম্বে ঘটনার মূল দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছেন প্রার্থী সম্রাট তপাদার।
স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সেই সঙ্গে তারা সাফ জানিয়েছেন যে এলাকার উন্নয়নে তৃণমূল কংগ্রেস কাজ করে চলেছে। তাই পতাকা ছিঁড়ে অহেতুক রাজনৈতিক উত্তেজনা তৈরি করে কোনও লাভ হবে না। এবার দুই নম্বর ওয়ার্ড সম্রাটের মতো একজন লড়াকু এবং কর্মঠ তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পেয়ে আশ্বস্ত। আগামী ২৭ ফেব্রুয়ারি যোগ্য জবাব পেয়ে যাবে হামলাবাজরা। এমনটাই বলছে এলাকাবাসীরা।
Published on: ফেব্রু ২৩, ২০২২ @ ১৭:১৯