এস পি টি নিউজ,হাওড়া.৮ই মার্চ ২০১৮- আর্ন্তজাতিক নারী দিবসে দক্ষিন পূর্ব রেলের হিজলি ষ্টেশনটি মহিলা পরিচালিত ষ্টেশন হিসাবে আত্মপ্রকাশ করল। বৃহস্পতিবার থেকে হাওড়া খড়গপুর ডিভিশনের পশ্চিম মেদিনীপুরের হিজলি ষ্টেশনের সমস্ত কাজ পরিচালনা করবেন মহিলারা। রেল সূত্রে খবর ষ্টেশনের ষ্টেশন মাস্টার ছাড়াও বুকিং ক্লার্ক,সুরক্ষা বাহিনীর সদস্যা,পয়েন্ট স্টাফ সহ সমস্ত কাজই পরিচালনা করবেন মহিলারা। রেল সূত্রে খবর এছাড়াও দক্ষিন পূর্ব রেলের খড়গপুর ওয়ার্কশপে “ড্রিস্ট্রিবিউশন ভালভ ওভারহলিং সেকশান” এবং “কয়েল ম্যানুফ্যাকচারিং ” দুটি বিভাগের দায়িত্ব ও মহিলা কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়।
বর্তমানে হাওড়া দীঘা সুপারফাস্ট এসি এক্সপ্রেসে টিকিট পরীক্ষার কাজে মহিলা টিকিট পরীক্ষকদের নিয়োজিত করা হয়েছে। প্রতিদিন দুজন করে মহিলা টিকিট পরীক্ষক যাত্রীদের টিকিট পরীক্ষার কাজ করছেন।