Published on: ডিসে ১, ২০২০ @ ১৭:২৪
এসপিটি স্পোর্টস ডেস্ক: অলিম্পিকের আবহ আবারও ফিরে এল। জাপানের রাজধানী টোকিও শহরে ফের দেখা গেল অলিম্পিকের রিংগুলিকে। মঙ্গলবার (১ ডিসেম্বর) টোকিওর ওদাইবা মেরিন পার্কের তীরে তাদের নতুন জায়গায় আগত অলিম্পিক রিংগুলি ফিরে এসেছে-নতুন বছরকে স্বাগত জানাতে।
The Olympic Rings are back in Tokyo's Odaiba Marine Park and will remain there through the #Tokyo2020 Games until 8 August 2021.
Read more about it ?https://t.co/TTDNloUVTi
?: @Tokyo2020 pic.twitter.com/BY0wace4do
— Olympics (@Olympics) December 1, 2020
২০২০ সালেই অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে তা স্থিগিত হয়ে যায়। তখন তা ২০২১ সালে আয়োজনের জন্য স্থির হয়। এই রিঙ্গুলি অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের দিন পর্যন্ত অর্থাৎ আট মাসের জন্য ভাল রাখার সিদ্ধান্ত হয়েছিল। সেই মতো তা সরিয়ে ফেলা হয়েছিল। তবে এবার ফের সেই রিংগুলি ফিরে এসেছে।
রেইনবো ব্রিজের পটভূমি সহ সন্ধ্যায় আলোকজ্জ্বল এই প্রতীকটি টোকিও শহরে 69 টনের ভাসমান কাঠামোয় 2021 সালের 8 আগস্ট সমাপ্তি অনুষ্ঠানের দিন অবধি ওয়াটারফ্রন্টে থাকবে।এর পরে রিংগুলি প্যারালিম্পিক প্রতীক, হিসেবে প্রতিস্থাপিত হবে।
টোকিও মেট্রোপলিটন সরকারের পরিকল্পনাকারী পরিচালক যানাশিমিজু অতসুশি সাংবাদিকদের বলেন, “এখন থেকে ঠিক এক মাস পর নতুন বছর শুরু হবে – টোকিও অলিম্পিকের বছর”। “আমরা আশা করি প্রতীকটি জনসাধারণকে গেমসের আরও কাছে আনতে সহায়তা করবে”।
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানটি 23 জুলাই 2021 এ অনুষ্ঠিত হবে।
Published on: ডিসে ১, ২০২০ @ ১৭:২৪