Published on: অক্টো ৫, ২০১৮ @ ১৩:২৭
এসপিটি স্পোর্টস ডেস্কঃ অপ্রতিরোধ্য বিরাট কোহলি। ইংল্যান্ড সিরিজে যেখান থেকে শেষ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেখান থেকেই শুরু করলেন। আর তার ফলও মিল হাতেনাতে।চিরাচরিত ভঙ্গীতে তিনি তাঁর কেরিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরি করে ফেললেন। ১৮৪ বলে করা তাঁর সেঞ্চুরি ছিল দেখার মতো। পাশাপাশি অধিনায়ককে যোগ্য সহায়তা করে যান ঋষভ পন্ত। তিনি করেন ৮৪ বলে ৯২ রান।
Published on: অক্টো ৫, ২০১৮ @ ১৩:২৭