
সংবাদদাতা-কৃষ্ণা দাস
Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ১৮:৪৮
এসপিটি নিউজ, দার্জিলিং, ১১সেপ্টেম্বরঃ সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে দুর্ভোগ চরমে। এরফলে সমতলে বিভিন্ন জায়গা যেমন প্লাবিত হয়েছে ঠিক তেমনই পাহাড়ে দু’জায়গায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে পাহাড়ে আটকে পড়েন বহু পর্যটক। প্রশাসন দ্রুত ধস সরানোর কাজ শুরু করেছে।
সোমবার বিকেলে পাহাড়ে প্রথম ধস নামে সেবক কালীবাড়ির কাছে। ফলে পাহাড়ি পথে যানযট শুরু হয়।বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। সিকিম যাওয়ার পথে বহু যাত্রো আটকে পড়েন এই পথেই। সেই কাজ শেহ হতে না হতেই মঙ্গলবার ফের ধস নামে মংপং-এর কাছে। প্রায় ৫০মিটার উপর জায়গা জুড়ে এই ধসে বিচ্ছিন্ন হয়ে যায় পাহাড়ি পথে যোগাযোগ।এই স্থানে ধসের ফলে শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যে কারণে ৩১ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। স্তব্ধ হয়ে যায় যান চলাচল।সমস্ত যানবাহন আপাতত ফুলবাড়ি হয়ে ঘুরিয়ে দেওয়া হয়।গজলডোবা তিস্তা ব্যারেজ হয়ে পথটি খুলে দেওয়া হয়েছে।
সকাল থেকেই আপতকানীন পরিস্থিতিতে ধস সরাবার কাজে নেমে পড়ে স্থানীয় প্রশাসন। বুলডোজার, জেসিপি দিয়ে ধসের আবর্জনা সরানোর কাজ শুরু করে দেয় প্রশাসন। অতি দ্রুততার সঙ্গে রাস্তা সাফাইয়ের কাজ চলে দিনভর। মাটি নরম হয়ে যাওয়ায় এই বিপত্তি বলে প্রশাসন সুত্রে জানা গেছে। গোটা দিন ধরে ধস সরাবার কাজ চলে, বেলা বাড়ার পরই রাস্তা খুলে দেওয়া হয়।Published on: সেপ্টে ১১, ২০১৮ @ ১৮:৪৮