জাকার্তা এশিয়ান গেমসঃ ভারতকে প্রথম সোনা দিলেন কুস্তিগীর বজং পুনিয়া, প্রধানমন্ত্রী মোদি জানালেন শুভেচ্ছা

খেলা দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: আগ ১৯, ২০১৮ @ ২০:৫৬

এসপিটি স্পোর্টস ডেস্কঃ জাকার্তা এশিয়ান গেমসে নিজেদের ক্রীড়া দক্ষতা তুলে ধরতে সফল হল ভারত। প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই দেশকে সোনা দিলেন কুস্তিগীর বজরং পুনিয়া।রবিবার তিনি জাপানের কুস্তিগীর তাকাতিনী দায়চিকে ৬৫কিলোগ্রাম ফ্রিস্টাইল বিভাগে হারিয়ে সোনার পদক জিতে নেন। এদিন শুরু থেকেই জাপানের কুস্তিগীরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় ভারতীয় কুস্তিগীরের। শেষ পর্যন্ত ১১-৮ ফলাফলে বজং জাপানি কুস্তিগীরকে হারিয়ে সোনার পদক জিতে নেন। ভারতকে প্রথম সোনার পদক এনে দেওয়ার জন্য বজংকে শুভেচ্ছে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৪ বছরের বজরং পুনিয়া সোনার পদক জেতার জন্য তাঁর সমস্ত প্রতিদ্বন্দ্বীকেই চিত করেছেন। তাঁর সামনে এশিয়ার কোনও কুস্তগীরই দাঁড়াতে পারেননি। একটি সর্বভারতীয় হিন্দি চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে- বজরং-এর এই সাফল্যের পিছনে তাঁর স্মার্ট ফোনের ভূমিকা অনেকখানি। কারণ, তিনি নাকি সর্বক্ষণ ব্যস্ত থাকতেন। সেখানে তিনি স্মার্ট ফোনে বিশ্বের বিখ্যাত সব কুস্তিগীরদের ভিডিও দেখতেন। এর ফলে তিনি নিজেকে সেইসব বিখ্যাত কুস্তিগীরদের মতো তৈরি করতে থাকেন।

হরিয়ানার ঝাজ্জর জেলার যুবক বজরং ছোটবেলা থেকেই কুস্তির আখরায় যেতেন। বাবা বলবান পুনিয়া নিজেও একজন নামকরা কুস্তিগীর ছিলেন। কিন্তু পারিবারিক অবস্থা খুব ভালো ছিল না তাঁদের। অর্থাভাব তাঁকে এই খেলা থেকে একসময় দূরে সরিয়ে দিয়েছিল।এমন অবস্থা হয়েছিল সামান্য ঘি খাওয়ানোর মতো পসাও তাঁর বাবার কাছে ছিল না। এইসময় বাস ভাড়া বাঁচিয়ে সাইকেলে করে যাতায়াত শুরু করেন। এভাবেই ছেলের খাওয়ার পয়সা জোগাড় করেন। এত কষ্টের পর অবশেষে বজরং-এর জীবনে আজ আলোর রোশ্নাই দেখা দিল। এতদিনের সব কষ্টের অবসান হল। আজ তাঁর কষ্টের মূল্য হিসেবে দেশকে সোনা এনে গৌরবান্বিত করলেন তিনি।

এর আগে পুনিয়া এদিন সেমিফাইনালে মঙ্গোলিয়ার কুস্তিগীরকে ১০-০ ব্যবধানে হেলায় হারিয়ে ফাইনালে পৌঁছন। এর আগে ২০১৪ সালে এশিয়াডে বজং রূপো জিতেছিলেন। বজং-এর এই সাফল্যে সারা দেশ গর্বিত। এভাবেই ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানান ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ।তিনি লেখেন-“সাবাশ, তুমি তোমার কথা রেখেছো।” ভারতীয় বক্সার মনোজ কুমার তাঁর ট্যুইটে লেখেন-“ছোট ভাই বজং সোনার পদক জেতায় তাঁকে আমার শুভেচ্ছে।

Published on: আগ ১৯, ২০১৮ @ ২০:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

72 + = 82