Published on: জানু ৩০, ২০১৮ @ ২১:৩৫
এসপিটি নিউজ, গড়বেতা, ৩০ জানুয়ারিঃ একটি জায়গা ঘিরে যত অশান্তি। গড়বেতা থানার খড়কুশমা সংলগ্ন শোলাতুডবাড় গ্রামে এক ফালি জমি নিয়ে রণক্ষেত্রের চেহারা নেয়। এক পক্ষ লোকজন নিয়ে এসে আর এক পক্ষের উপর হামলা চালায়। তারা লাঠি-রড নিয়ে বেদম মার মারতে শুরু করলে সেখানে এক পরিবারের পাঁচজন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। তাদের মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় প্রকাশ, শোলাতুডবাড় গ্রামে কিসমৎ খাঁ, হাসমৎ খাঁ তাদের বাড়ির পাশে এক ফালি জায়গা কিনেছে। সোমবার সেই জমিতে কাজ করছিলেন কিসমৎ খাঁ, হাসমৎ খাঁ, সবুর খাঁ, বাকা খাঁ, হাবি খাঁ। সেইসময় সেখানে দল্বল নিয়ে হাজির হয় পাশের পরিবারের কাবুল খাঁ। সে জমিটি তার দাবি করে কিসমৎ খাঁ-দের সেখান থেকে চলে যেতে বলে। তারা থখন পালটা দাবি করে-এ জমি তাদের। তারা এ জমি কিনেছে। এর পর কাবুলের লোকজন লোহার রড, লাঠি নিয়ে মারতে শুরু করে কিসমৎ খাঁ, হাসমৎ খাঁ-দের।
অভিযোগ, কাবুলদের মারে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে কিসমৎ খাঁ সহ পাঁচ জন। এর পর স্থানীয় বাসিন্দা ছুটে এলে কাবুল তার লোকজন নিয়ে পালিয়ে যায়। পুলিশ এসে কিসমৎ খাঁ, হাসমৎ খাঁ, সবুর খাঁ, বাকা খাঁ ও হাবি খাঁ-কে আশঙ্কাওজনক অবস্থায় মেদিনীপুর হাস্পাতালে নিয়ে যায়। কা
কাবুলের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। বিতর্কিত জমিটি পুলিশ ঘিরে ফেলেছে। শুরু হয়েছে তদন্ত। এলাকায় তীব্র উত্তেজনা আছে।
Published on: জানু ৩০, ২০১৮ @ ২১:৩৫