
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: ডিসে ২০, ২০১৮ @ ২৩:৪১
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২০ ডিসেম্বরঃ পড়াশুনোর পাশাপাশি সামাজিক জ্ঞানের প্রয়োজন পড়ুয়াদের। আর সেটা ছাত্রাবস্থাতেই দরকার। তাই সেইসব পড়ুয়াদের নিয়ে শিক্ষাভ্রমণের আয়োজন করেছে সিআরপিএফ। এজন্য তারা জঙ্গলমহলের ২৯জন ছাত্রকে নিয়ে কলকাতা ভ্রমণে বেড়িয়ে পড়ল।
আয়োজনের দায়িত্বে ছিল সিআরপিএফ ১৮৪ ব্যাটেলিয়ন। ঝাড়গ্রামের নেতাজি আদর্শ হিন্দি স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২৯ জন ছাত্রকে নিয়ে বৃহস্পতিবার তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিল।গ্রিন সিগন্যাল দিয়ে যাত্রার সূচনা করেন সিআরপিফ ১৮৪ নং ব্যাটেলিয়নের সিইও আনন্দ ঝাঁ।
ছাত্রদের কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্র, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, সাইন্স সিটি ও ইকোপার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি ঘুরিয়ে দেখানো হবে। সেই সঙ্গে পড়ুয়াদের সেই সম্পর্কে প্রাথমিক শিক্ষা গ্রহণের পাঠ পড়ানো হবে। একদিকে যেমন ইতিহাসের শিক্ষা গ্রহণ করবে পড়ুয়ারা ঠিক তেমনই বিজ্ঞান, সামাজিক, পরিবেশ বিষয়েও মিলবে জ্ঞান।
সিআরপিএফ মনে করে ছাত্ররা দেশের ভবিষ্যত।তাদের মধ্যে যদি প্রকৃত জ্ঞানের বিকাশ ঘটানো না যায় তাহলে সেটা হবে আমাদের কাছে দুর্ভাগ্যের। তাই সেটার প্রসার ঘটাতেই এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে। এদিন অভিভাবকরা ছেলেদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এরপর বাসে করে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই রওনা হয়ে যায় কলকাতার উদ্দেশ্যে। দুদিনের সফরে থাকা-খাওয়া, গাইড থেকে নিরাপত্তা সমস্ত ব্যবস্থা করেছে সিআরপিএফ।
Published on: ডিসে ২০, ২০১৮ @ ২৩:৪১