
কলকাতা, ১ ডিসেম্বরঃ দক্ষিণ কলকাতার নামি স্কুলে শিক্ষকের এ কি কাণ্ড!চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঐ শিক্ষককে। অসুস্থ ঐ শিশুটিকে কলকাতায় এস এস কে এম-এ ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিতসা চলছে। এই ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করে বলেন, অত্যন্ত বর্বোরচিত ঘটনা। অভিভাবকরা যাদের ভরসায় ছেলে-মেয়েদের স্কুলে পাঠায় সেই শিক্ষকরাই যদি এমন ঘৃণ্য কাজ করে তাহলে প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেবে।
অভিযোগ, দক্ষিণ কলকাতার একটি নামি স্কুলে লোয়ার নার্সারির ওই ছাত্রীটি বৃহস্পতিবার ছুটির সময় কান্নাকাটি শুরু করে। শিশুটির মা তার মেয়ের স্কুলের ফ্রকে রক্তের দাগ দেখে চমকে ওঠে। বারী ফিরে তিনি মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার জানায় যে তার মেয়ের উপর যৌন নির্যাতন হয়েছে। তখন শিশুটির কাছে কি হয়েছে জানতে চাওয়া হলে সে স্কুলের অভিযুক্ত পিটি টিচারের নাম বলে। তারপরই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে।ঐ টিচারের বিরুদ্ধে ছাত্রীর বাবা থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।