
Published on: আগ ২৮, ২০২০ @ ২২:২৬
এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: দুটি পুরনো কেসে আজ শালবনিতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ দফায় দফায় জেরা করল ছত্রধর মাহাতোকে। যিনি এক্সময় জঙ্গলমহলে পুলিশি সন্ত্রাসবিরোধী জনসাধারণের কমিটি এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক।
জানা গিয়েছে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকে ২০৭ কোবরা বাহিনীর ক্যাম্প এ কেন্দ্রীয় সংস্থা এনআইএ-এর তিনজন প্রতিনিধি দল জেরা করে। বেলা এগারোটা থেকে জেরা শুরু হয়। চলে বিকেল পর্যন্ত।
মূলত একটি খুনের ঘটনা এবং রাজধানী এক্সপ্রেস-এ হামলার ঘটনায় তাকে শুক্রবার জেরা করা হয়। শনিবার সকাল ন’টায় ছত্রধরকে ফের হাজির হওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা নির্দেশ দিয়েছেন।তাই শনিবার ফের ছত্রধর মাহাতোকে জেরা করবে কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা।
ছত্রধর মাহাতো বলেন- “১০ বছর পর পুরোনো কেসে আমাকে হয়রানি করার জন্য কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আমি আইনে বিশ্বাস করি এবং ভরসা রাখি। আইন আইনের পথে চলবে। পুরনো কেসে যেভাবে কেন্দ্রীয় সংস্থা আমাকে হেনস্তা করা শুরু করেছে তা দেখে মনে হয় আমি জেল থেকে ছাড়া পাওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় আমাকে ওরা হেনস্থা করতে শুরু করেছে।” তবে যে দুটি পুরনো কেসে তাকে জিজ্ঞাসা করছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে ছত্রধর জানান।
Published on: আগ ২৮, ২০২০ @ ২২:২৬