অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জঃ গোটা উত্তর দিনাজপুর জেলার প্রিয় মানুষ প্রিয়রঞ্জন দাশমুন্সির বিদায় বেলায় আবেগঘন পরিবেশ তৈরি হল।চোখের জলে প্রিয় নেতাকে বিদায় জানাল রায়গঞ্জ-কালিয়াগঞ্জের মানুষ।রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সিকে বিদায় জানানো হয়। মঙ্গনবার বিকেল ৪-৪৫ মিনিট নাগাদ তাঁর কফিনবন্দি মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রায়গঞ্জে নিয়ে আসা হয়। বিদায়বেলায় প্রিয় নেতাকে দেখতে রায়গঞ্জের রাস্তায় মানুষের ঢল নেমেছিল।শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত কসবা পুলিশ ব্যারাকের মাঠে এদিন প্রথমে নিয়ে যাওয়া হয় প্রিয়রঞ্জনের মরদেহ। সেখানে শ্রদ্ধা জানানোর পর নিয়ে যাওয়া হয় তাঁর বাড়ি কালিয়াগঞ্জের শ্রীকলোনিতে। কংগ্রেস নেতা-কর্মী-সমর্থক তো বটেই সাধারণ মানুষের চোখেও জল দেখা গেছে। রাজ্য সরকার সোমবার অর্দ্ধদিবস ছুটি ঘোষণা করেছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই অঘোষিত বনধের চেহারা নেয় রায়গঞ্জ শহর। কে ছিল না সেখানে। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখপাধ্যায়, গৌতম দেব, গোলাম রব্বানী, সাংসদ মৌসম বেনজির নূর, সি পি যোশী, প্রদেশ সভাপতি অধীর চৌধুরী, বিধান সভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, জেলাশাসক আয়েষা রানি আহমেদ, বিধায়ক অমল আচার্য, সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার সহ অন্যান্যরা। মরদেহের সঙ্গে সারাক্ষন ছিলেন স্ত্রী দীপা দাশমুন্সি ও ছেলে মিছিল দাশমুন্সি। এরপর সন্ধ্যায় মরদেহ মিছিল করে নিয়ে আসা হয় ফের রায়গঞ্জে কংগ্রেস কার্যালয়ে। সেখান থেকে রাত সাড়ে আটটা নাগাদ শেষকৃত্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায় রায়গঞ্জে বন্দর শ্মশানঘাটের দিকে।