ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’- দক্ষিণবঙ্গের কোন জেলায় কবে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৬, ২০২১ @ ১৭:৩৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৬ সেপ্টেম্বর:  গত কয়েকদিন ধরেই বঙ্গোপগরে একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হয়। সেই থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সেই ঘূর্ণিঝড় উড়িষা ও অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে চলেছে।যার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরেও পড়তে চলেছে। ফলে আজ সন্ধ্যা থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। এর ফলে নদীতে কিংবা সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

কোন জায়গায় এখন ‘গুলাব’

গতকাল উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি প্রায় পশ্চিমে সরে গিয়ে ঘূর্ণিঝড় “গুলাব” উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তীব্র হয়ে ওঠে। সেটি ২৬ সেপ্টেম্বর আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে বেলা সাড়ে ১১টার সময়  উত্তর -পশ্চিমে এবং পশ্চিম -মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এগিয়ে এসেছে। যা  গোপালপুর (ওড়িশা) থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্ব এবং কলিঙ্গাপত্তনম (অন্ধ্র প্রদেশ) থেকে ১৯০কিমি পূর্ব-উত্তর-পূর্বে আছে।

এটি প্রায় পশ্চিমের দিকে অগ্রসর হতে পারে এবং উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে কলিঙ্গাপত্তনম এবং গোপালপুরের মধ্য দিয়ে যেতে পারে, একটি ঘূর্ণিঝড় হিসাবে ৭৫-৮৫ কিমি প্রতি ঘণ্টায় সর্বাধিক স্থায়ী বাতাসের গতিবেগ ৯৫ কিলোমিটার, যা আজ ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ল্যান্ডফল প্রক্রিয়া চলবে।

কোন জেলায় কবে ভারী বৃষ্টি

এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপর। এ রাজ্যে মূলতঃ দক্ষিণবঙ্গে গুলাব-এর মারাত্মক প্রভাব পড়বে এই জেলাগুলিতে।ফলে একদিকে যেমন তীব্র গতিতে ঘূর্ণিঝড় বয়ে যাবে ঠিক তেমনই এই জেলাগুলিতে হবে ভারী বৃষ্টিপাত। কলকাতা দুই ২৪ পরগনা সহ এই জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি। কবে কোন জেলায় জানিয়ে দিল আবহাওয়া দফতর।

২৬ সেপ্টেম্বরঃ  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের হবে ভারী বৃষ্টি। তবে ঘূর্ণিঝড় হবে পূর্ব মেদিনীপুরে। বাতাসে হাওয়ার গতিবেগ থাকবে প্রতি ঘণতায় ৩০-৪০ কিমি যা বেড়ে ৫০ কিমি পর্যন্ত হতে পারে।

২৭ সেপ্টেম্বরঃ এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর সহ দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

২৮ সেপ্টেম্বরঃ এদিন দক্ষিণবঙ্গের মোট ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যার মধ্যে আছে – কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। একই সঙ্গে এদিন ঝোড়ো হাওয়াও বইতে থাকবে। এই জেলাগুলি হল- দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর। এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি যা ৫০ কিমি পর্যন্ত বাড়তে পারে।

২৯ সেপ্টেম্বরঃ ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম।

মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে

মৎস্যজীবীদের ২৬ সেপ্টেম্বর পূর্ব-মধ্য ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের উত্তর -পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম -মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Published on: সেপ্টে ২৬, ২০২১ @ ১৭:৩৬


শেয়ার করুন