
Published on: মে ২৪, ২০২১ @ ১৫:২৪
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ২৪মেঃ গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ওড়িশা আর পশ্চমবঙ্গের নাম। ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে এই দু’টি রাজ্যে। এখানেই হবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। কিন্তু ঘূর্ণিঝড় ‘ইয়াস’ তার পরিধি ক্রমেই বাড়াতে শুরু করেছে। এমনকী, বাতাসে তার গতিবেগের তীব্রতা আরও বাড়াচ্ছে। এর ফলে ওই দু’টি রাজ্যের পাশাপাশি এবার প্রভাব পড়তে চলেছে পূর্ব ভারতের আরও বেশ কয়েজটি রাজ্যে। আবহাওয়া দফতর সেই তালিকা তুলে ধরে জানিয়ে দিয়েছে, কবে কি ধনের বৃষ্টিপাত হবে সেই রাজ্যগুলিতে। আসুন একবার সেই তালিকায় চোখ রাখি।
অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল
রাজ্যের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে আজ। তবে কিছু বিচ্ছিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
ওড়িশা
আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাজ্যের বহু এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পুরী, জগতসিংহ পুর, খুরদা, কটক, কেন্দ্রাপাড়া, জয়পুর, ভদ্রক, বালাসোর জেলায়। ২৫ তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে গঞ্জাম, ঢেঙ্কানল, ময়ূরভঞ্জ জেলায়। এই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে জগতসিংহ পুর, কটক, কেন্দ্রাপাড়া, জয়পুর, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ, ঢেঙ্কানল, কেওনঝড়গড়ে।ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পুরী, খুরদা ও আঙ্গুলের কিছু অংশে।
পশ্চিমবঙ্গ
আগামিকাল ২৫ মে হালকা থেকে মাঝারি ধরনের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। তবে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও বীরভূম। ২৬ মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং জেলায় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মালদা, দার্জিলিং, দিনাজপুর, কালিম্পং, জল্পাইগুড়ি ও সিকিম।২৭ মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান্, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু অংশে।
ঝাড়খণ্ড
হালকা থেকে মাঝারি ধরনের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাজ্যের বহু এলাকায়। ২৬ ও ২৭ মে রাজ্যের বহু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৮ মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
বিহার
২৭ মে এখানেও বহু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।২৮ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আসাম ও মেঘালয়
২৬ ও ২৭ মে রাজ্যের বহু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
Published on: মে ২৪, ২০২১ @ ১৫:২৪