
Published on: মে ২৫, ২০২১ @ ২৩:৫৩
এসপিটি নিউজ, কলকাতা, ২৫ মেঃ ঘূর্ণিঝড় ইয়াসের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় প্রবল বাতাসের কারণে উত্তর ২৪ পরগনার হালিসহর এবং হুগলি জেলার বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের পোল উপড়ে গিয়েছে। গাছ পড়ে গিয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে।স্থানীয় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছেন- ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সাড়ে ১১ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হালিসহরে ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চার থেকে পাঁচ জন আহত হয়েছে। পান্ডুয়ায় দু’জনের মৃত্যু হয়েছে। চুঁচুড়ায় ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তামিলনাড়ুতে রামনাথাপুরাম জেলার রামেশ্বরম তালুকের পাববান অঞ্চলটি তীব্র বাতাসের সম্মুখীন হয়েছে এবং গভীর সমুদ্রের মাছ ধরার প্রায় ১০টি নৌকাকে কুনটুকাল অঞ্চলে আবদ্ধ করে তীরে ঠেলে দেওয়া হয়েছে।
#WATCH | Tamil Nadu: Pamban area in Rameswaram taluk of Ramanathapuram district experiences strong winds, pushing around 10 deep-sea fishing boats, that were tied and kept in Kuntukal area, back onto the shore. #CycloneYaas pic.twitter.com/kkrdjGgTpL
— ANI (@ANI) May 25, 2021
Published on: মে ২৫, ২০২১ @ ২৩:৫৩