সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: জানু ২০, ২০১৮ @ ২০:০০
এসপিটি নিউজ, জামবনি, ২০ জানুয়ারিঃ বাড়ির সদর দরজার তালা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়ল চারজনের এক দুষ্কৃতীর দল। তারপর চলল বৃদ্ধ দম্পতিকে মারধর। টানা ৪০ মিনিট অত্যাচার চালিয়ে ঘরে জিনিসপত্র লণ্ডভণ্ড করে দিয়ে নগদ টাকা ও সোনার গয়না লুঠ করে নিয়ে পালাল দুষ্কৃতীরা।পালিয়ে যাওয়ার সময় হুমকি দিয়ে যায় তারা পুলিশ এবং সংবাদবাদ মাধ্যমকে জানালে ফল ভালো হবে না।শুক্রবার রাত একটা নাগাদ গিধনিতে ওল্ড পোস্ট অফিস পাড়ায় এই দুঃসাহসিক ঘটনা ঘটেছে অবসরপ্রাপ্ত রেলকর্মী সনৎ প্রসাদ দের বাড়িতে।
অভিযোগে প্রকাশ, শুক্রবার রাত একটা নাগাদ সনৎবাবুর বাড়ির তালা ভেঙে চারজন যুবক ঘরে ঢোকে। সেই সময় সনৎবাবু এবং স্ত্রী ইতুদেবী ঘুমোচ্ছিলেন। তাদের ঘুম থেকে তুলেই শুরু করে মারধর।টানা প্রায় চল্লিশ মিনিট ধরে চলে তাদের উপর অত্যাচার।দুষ্কৃতীরা বাংলা এবং হিন্দিতে কথা বলছিল।ঘরে ঢুকেই বলতে থাকে পাঁচ লক্ষ টাকা কোথায় সরিয়েছিস। আর বলে তারা পুলিশের লোক।এর পরই দুষ্কৃীতিরা ইতুদেবীর হাতে লোহার রড দিয়ে সজোরে মারে এবং তার গলায় হাঁসুয়া ঠেকিয়ে হুমকি দেয় চিৎকার করলে প্রাণে মেরে দেব।অবস্থা দেখে আতঙ্কিত ইতুদেবী পাশের ঘরে ভাড়া থাকা স্কুল শিক্ষক রাজ চক্রবর্তীকে ডাকেন।ইতুদেবীর চিৎকার শুনে রাজাবাবু ছুটে এলে তারও হাত মাফলার দিয়ে বেঁধে ফেলে দুষ্কৃতীরা।
প্রাণ ভয়ে সনৎবাবু এবং তাঁর স্ত্রী ঘরের আলমারির চাবি তদের হাতে তুলে দেন। আলমারি খুলে তারা লন্ড ভন্ড করে দেয়। ওই দুষ্কৃতীরা সনৎ্ররবাবুর আট হাজার টাকা এবং দুটি মোবাইল নিয়ে যায়। এছাড়া রাজা চক্রবর্ত্তীর সাড়ে ছয় হাজার টাকা লুঠ করে। এছাড়া রাজাটবাবুর একটি সোনার আংটি এবং সনৎবাবুর স্ত্রীর সোনা গহনা সহ মোট প্রায় তিনভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় তারা।এদিন সকালে খবর পেয়ে জামবনি থানার পুলিশ, ঝাড়গ্রামের এসডিপিও দীপক সরকার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।
Published on: জানু ২০, ২০১৮ @ ২০:০০