
Published on: আগ ২৯, ২০২০ @ ১৯:৩২
এসপিটি নিউজ,জলপাইগুড়ি, ২৯ আগস্ট: শনিবার সকালে গরুমারা জাতীয় উদ্যানে একটি হাতি পুরুষ শাবকের জন্ম দিয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মোতিরানী নামে ওই কুনকি হাতিটি মেদলা ক্যাম্পে ছিল। অবস্থা দেখে কিছুদিন আগেই মোতিরানীকে সেখান থেকে গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়।এখানেই তার দেখভাল হচ্ছিল। অবশেষে আজ সক্লা এসে একটি পুরুষ শাবকের জন্ম দেয়। গরুমারায় নতুন অতিথির আগমন ঘিরে তৈরি হয়েছে খুশির পরিবেশ।
Published on: আগ ২৯, ২০২০ @ ১৯:৩২