
Published on: জানু ১৪, ২০২০ @ ২৩:২৯
এসপিটি নিউজ, গঙ্গাসাগর, ১৪ জানুয়ারি: প্রতি বছরের মতো আবারেও গঙ্গাসাগরে ইস্কন তাদের সেবাশিবির করেছে। আর সেখানে প্রায় ৬০০ বেশি স্বেচ্ছাসেবী তীর্থযাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছেন।
মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় ইস্কনের প্রধানকেন্দ্র শ্রীধাম মায়াপুরের তত্ত্বাবধানে তীর্থযাত্রীদের জন্য এই সেবাশিবির খোলা হয়েছে। শিবির শুরু হয়েছে গত ১১ জানুয়ারি। চলবে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। আগামিকাল এখানে মকরস্নান। সেই উপলক্ষে ইতিমধ্যে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে।তিনি আরও জানিয়েছে, এবছর আমাদের লক্ষ্যমাত্র লক্ষাধিক তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে সারাদিন দ্গরে প্রসাদ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ, গীতা দান সহ আরও অনেক কিছু। তীর্থযাত্রীদের জন্য রাতের থাকার অস্থায়ী ব্যবস্থাও করা হয়েছে।
ইস্কন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রকল্পটি বিশ্বভ্রাতৃত্ববোধ জাগরণের উদ্দেশ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও ক্ষুধার্ত তীর্থযাত্রীদের সেবার জন্য একেবারেই অলাভজনক অসাম্প্রদায়িক কিন্তু দাতিব্য উদ্যোগ। এই প্রকল্পটি প্রাকৃতিক দুর্যোগ এবং যেকোনও জরুরী অবস্থায় স্থানীয় অধিবাসীদের সেবায় সর্বদা সারাবছর নিয়োজিত থাকবে।
Published on: জানু ১৪, ২০২০ @ ২৩:২৯