সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদক অনিরুদ্ধ পালের ফেসবুক লাইভে আজ হাজির হয়েছিলেন টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। সেখানে তিনি পর্যটন শিল্পের বর্তমান অবস্থা নিয়ে আলোকপাত করেন।
Published on: সেপ্টে ২, ২০২১ @ ২৩:৫২
Reporter:Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ২ আগস্ট: পর্যটন নিয়ে মানুষ আবার আগের মতো উৎসাহী হয়ে উঠেছে। ইতিমধ্যেই বহু রাজ্যের নানা ধরনের স্কিম নিয়ে এসেছে। মানুষ পুজো এবং শীতের বুকিং-ও করতে শুরু করে দিয়েছে। আর এই বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে নিজের মতামত জানালেন ট্রাভেল এজেন্টস ফেদারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।কোভিড পরবর্তী পর্যটন শিল্পের সভাবনা নিয়ে তিনি আশাবাদী।
বিভিন্ন রাজ্যের পর্যটন দফতর ভাল কাজ করছে
“মানুষ এখন অনেকটাই ভ্যাকসিনেটেড হয়ে গেছে। লোক এখন বেরিয়ে পড়েছে। তাতে মনে হচ্ছে লোক এখন অনেকটাই নিরাপদে আছে। এখন মা্নুষকে কাজ করতে হবে। বিভিন্ন প্রয়োজনে তাদের বের হতে হবে। দেখা যাচ্ছে গত এক মাসে অনেক ফোন আসছে। মানুষ জানতে চাচ্ছে, খোঁজ নিচ্ছে। বোঝা যাচ্ছে মানুষ এখন ভ্রমণের বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। অনেকে তো বেরিয়েও পড়েছে। দেশের ভিতরে ভ্রমণের প্রবণতা বেড়েছে।আমাদের সমস্ত ট্যুরিজম বোর্ডের সঙ্গে কথা হচ্ছে। ভালো স্কিম বের করছে। এখন গোয়া, রাজস্থান গুজরাট সবাই ভাল কাজ করছে।” জানান অনিল পাঞ্জাবি।
ডোমেস্টিক ট্যুরে গিয়ে খুশি মানুষ
“এখন দেখা গেছে অনেকেই দেশের ভিতরে ভ্রমণে উৎসাহী হয়েছে। দেখা গেছে যারা আগে ইন্টারন্যাশনাল ট্যুরে যেত এখন তারা ডোমেস্টিক ট্যুরে গিয়ে খুশি। তারা দেখছে এই ভ্রমণে অনেক কিছু দেখার আছে। দেখা যাচ্ছে যে অনেকেই এখন দেশের ভিতরে বিভিন্ন স্থানে ভ্রমণের পরিকল্পনা করছে। এটা একতা নিঃসন্দেহে ভালো দিক।”
পর্যটন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দুর্গাপুজোর প্যাকেজ
নিল পাঙজাবি বলেন-“পশ্চিমবঙ্গ সরকার পুজোর ভ্রমণের বিষয়ে অনেক ভাল ব্যবস্থা করেছে। পশ্চিমবঙ্গ দুর্গা পুজোর জন্য ভাল প্যাকেজ তৈরি করেছে। আমি গুজরাট যাচ্ছি। সেখানে আমাদের মিটিং-এ ডেকেছে। অনেক এজেন্টদের সঙ্গে কথা হবে। তাদের পশ্চিমবঙ্গের প্যাকেজের বিষয় বলব। কোভিড মহামারীর কথা মাথায় রেখে তারা অনেক বিধি-নিয়ম জারি করেছে। দেখা যাচ্ছে যে আমাদের অ্যাসোসিয়েশনের সারা দেশে যে আড়াই-তিন হাজার সদস্য আছে। পুজোর জন্য আমরা প্যাকেজ তৈরি করছি, যেখানে পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর-পূর্ব ভারতের স্থানগুলি থাকছে। ইতিমধ্যে এজেন্টদের সঙ্গে কথা বলেছি। তারাও যা বলছে তাতে সব ঠিকঠাক থাকলে পর্যটন ব্যবসা ভাল থাকবে।”
আন্তর্জাতিক উড়ান-এর বর্তমান অবস্থা
“আন্তর্জাতিক উড়ান এখন অনেক দেশেই চালু হয়ে গেছে। দুবাই চালু হয়ে গেছে। রাশিয়া খুলছে। মালদ্বীপ যেতে পারেন। ইউকে খুলে দিয়েছে। ফ্রান্স, সুইৎজারল্যান্ড খুলে যাচ্ছে। তা মোটামুটি এখন সব ভালর দিকে যাচ্ছে। নতুন করে যদি না সংক্রমণ বাড়ে তাহলে সব ঠিকঠাকভাবেই এগোতে থাকবে।”
টাফি একটাই দিক দেখছে, তা হল সেফটি
“টাফি একটাই দেখছে সেফটি অর্থাৎ নিরাপদ থাকার বিষয়টি। যদি সবাই সুস্থ থাকে, মানুষ যেখানে ভ্রমণ করছে সেখানে যদি সব কিছু পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তাহলে ঠিক আছে। তাহলে এটাই বোঝা যাবে যে সবাই নিরাপদ এবং তারা যেন বিধি-নিয়ম মেনে চলে। আমাদের জুম মিটিং-এ এতাই বলছি যে ট্রাভেলার যদি সেফ থাকে তাহলে আসবে আবার যাবে। সেফটি’র জন্য আমাদের গাইডলাইন বুক আছে। সেখানে সবটাই পরিষ্কার করে লেখা আছে। সেগুলি মেনে চলতে হবে। তবে ভ্যাকসিনেশন অবশ্যই থাকতে হবে।” বলেন টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।
ভ্যাকসিনেশন আই-কার্ড
অনিল পাঞ্জাবির প্রস্তাব- “ভ্যাকসিনেশন আই-কার্ড যদি পশ্চিমবঙ্গ সরকার থেকে ব্যবস্থা করতে পারে তাহলে সেটা মানুষ সঙ্গে নিয়ে ঘুরতে পারবে। তাহলে সেই কার্ড দেখিয়ে তারা তাদের গন্তব্যস্থলে যেতে পারবে। যেমন- সিনেমাহল, পার্ক, শপিং মল থেকে শুরু করে সমস্ত জায়গায় এটি তাদের সাহায্য করবে।”
Published on: সেপ্টে ২, ২০২১ @ ২৩:৫২