
Published on: মে ২৩, ২০১৮ @ ১০:০৬
- আজ কর্ণাটকে এক উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন নয়া মুখ্যমন্ত্রী কুমারস্বামী
- পেট্রলের মুল্য বৃদ্ধিঃ দাম কমাতে সরকার আজ তেল কোম্পানির মালিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে।
- উত্তর প্রদেশঃ ২৫ বিজেপি বিধায়কের কাছে হোয়াটস্যাপে ১০ লক্ষ টাকা চেয়ে খুনের হুমকি
- লস্কর-ই-তৈবার তৈরি করা মোবাইলে গোয়েন্দারাও তাদের গতিবিধি জানতে ব্যর্থ হবে।
- দিল্লিকে পূর্ণরাজ্য দিতে আগামী ৬ থেকে ৮জুন বিধানসভার বিশেষ অধিবেশন ডাকলেন কেজরি সরকার।
- উত্তরাখণ্ডে জ্বলছে বহু জঙ্গল, বন দফতর তাদের আধিকদের ছুটি বাতিল করল
- আফগানিস্তানে বোম নিস্ক্রিয় করতে গিয়ে ১০ জনের মৃত্যু
- জম্মু ও কাশ্মীরঃ কাঠুয়ার হীরানগর সেক্টরে পাক হামলায় ১ জনের মৃত্যু হয়েছে।
- বিহারঃ তেজপ্রতাপ ও ঐশ্বর্যার সঙ্গে চিকিৎসা করাতে মুম্বই এলেন লালু প্রসাদ যাদব।
- বিয়ের দু’স্পতাহ বাদেই হনিমুনের উদ্দেশ্যে রওনা হলেন সোনম কাপুর।
- আজ কেকেআর-রাজস্থান রয়্যালসে্র ম্যাচের দিকে তাকিয়ে হায়দরাবাদ। ফাইনালে যাওয়ার এখনও আশা আছে।
- Published on: মে ২৩, ২০১৮ @ ১০:০৬