কি সাংঘাতিক কাণ্ড! শেষে কিনা জেলারের বাড়িতেও চোরের হানা

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: জানু ২৯, ২০১৮ @ ২৩:১৮

এসপিটি নিউজ, বারুইপুর, ২৯ জানুয়ারিঃ যিনি তারঁর কর্মজীবনে চোর-ডাকাত থেকে শুরু করে আরও কত বড় বড় অপরাধীদের হাজতে রেখে পাহারা দিয়েছেন, রেখেছে তাদের কড়া নজরে-শেষে কিনা সেই চোর সেই জেলারের বাড়িতে ঢুকে সব সাফ করে দিয়ে চম্পট দিল। গোটা ঘটনায় হতবাক দমদম সেন্ট্রাল জেলের প্রাক্তন জেলার অঞ্জন চট্টোপাধ্যায়। এমন কাণ্ড দেখে মাথায় হাত তাঁর পরিবারের লোকজনের।

বারুইপুরের দুধনই পশ্চিম পাড়া এলাকায় বাড়ি প্রাক্তন জেলার অঞ্জনবাবুর। সেখানে থাকেন্তাঁর বোন, ভগ্নিপতি আর ভাগ্নি। রবিবার রাতে তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। তালা মেরে তাঁরা অন্যত্র গেছিলেন। এই সুযোগে চোর গ্রিলের হুক কেটে ভিতরের দরজা ভেঙে ঢুকে আলমারির লকার, শোকেসের লকার সহ আর এক কাঠের শোকেসের তালা ভেঙে ফেলে। সেখান থেকে প্রায় তিন লক্ষ টাকার গয়না সহ টাকা নিয়ে চুরি করে নিয়ে চম্পট দেয়।

সোমবার সকালে তাঁরা বাড়িতে ফিরে ঘরে ধুকে এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়।এই প্রসঙ্গে অঞ্জনবাবুর ছেলে দীপাঞ্জনবাবু জানায়, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বাড়ির গ্রিলের হুক কেটে ভেতরে ঢুকে সব নিয়ে পালিয়েছে।বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Published on: জানু ২৯, ২০১৮ @ ২৩:১৮

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 2