Published on: মার্চ ৬, ২০২২ @ ১৬:৪৬
এসপিটি নিউজ ডেস্ক: বয়স কতই বা হবে! ছয়, সাত কিংবা আট।এরই মধ্যে যুদ্ধের ভয়াবহ পরিণাম দেখতে শুরু করেছে ফুলের মতো সুন্দর ওই শিশুরা। তেমনই একজন নজর কেড়ে নিয়েছে সারা বিশ্বের। কিয়েভের আশ্রয় শিবিরে নিজের গলায় গান গেয়ে মন জয় করে নিয়েছে উপস্থিত সকলের।গানের মধ্যে দিয়ে শিশুটি বলতে চেয়েছে-হিংসাই সব কিছু নয়। তার চেয়েও ভাল কিছু আছে। আমার সেই ক্ষমতা আছে। যা দিয়ে আমিও বদলে ফেলতে পারি অনেক কিছু।
কিয়েভের আশ্রয় শিবিরে আগুন থেকে লুকিয়ে থাকার সময় অন্যান্য বাসিন্দাদের সাথে একটি ছোট্ট মেয়েকে আঁকতে দেখেছিলেন মার্টা স্মেখোভা নামে এক মহিলা।তিনি শিশুটিকে উৎসাহিত করছিলেন। কারণ, শিশুটি তার নিজের চিত্রকর্ম দিয়ে অন্ধকার আশ্রয়কে সাজাতে চেয়েছে। ছোট্ট অ্যামেলিয়া জানায় সে গান গাইতে পছন্দ করে। সে স্বপ্ন দেখে একদিন সে মঞ্চে গান গাইবে। ওই মহিলা শুধু নয় আশ্রয় শিবিরে থাকা অনেকেই শিশুটির এমন প্রাণবন্ত ভাবনাকে সম্মান জানাতে থাকে। সকলেই বলপ্তে থাকে তা আজই হয়ে যাক তোমার সেই গান। এটাই তোমার সেই মঞ্চ। ধজরো গান, আমরা সবাই শুনব।
সে এক অদ্ভূত পরিবেশ। কেউ জানে না আহামিদিন কে কোথায় থাকবে। কি হবে। কি হতে চলেছে। বাড়ি ফেরা হবে কিনা। আদৌ তাদের বাড়ি আর অক্ষত আছে কিনা। কিন্তু সবাই খুব আশাবাদী। বিশেষ করে এই ছোট্ট শিশুটির মুখের দিকে চেয়ে সবাই আশায় বুক বাঁধতে চায়। শিশুটি যে তাদের গানের মাধ্যমে সেই বার্তা দেয়।
ছোট্ট মেয়েটি ডিজনি রূপকথার “ফ্রোজেন” এর “আমার এই ক্ষমতা আছে” গানটি এতটাই মর্মস্পর্শীভাবে গেয়েছিল যে সকলেই কান্নায় ভেঙে পড়েছিল। শিশুটির গাওয়া এই শব্দগুলি আশ্রয় শিবিরের সকলের মনে আশা জাগিয়েছে। গানের টুকরোটি কথাগুলি এরকম শোনায়: “দূর থেকে, কী দুর্দান্ত / এর বিশালতা কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায় / ভোরের ভয় যে গলা চেপে যায় / চিরকালের জন্য অবশেষে অদৃশ্য হয়ে যায়! / আমি আজ দেখব যদি আমার যথেষ্ট শক্তি থাকে / পেতে শীর্ষ, ভাগ্য পরিবর্তন করো / এবং বার থেকে বেরিয়ে আসুন, একটি মুক্ত পাখির মতো / ওহ হ্যাঁ! আমার এই ক্ষমতা আছে!”
কিয়েভ আশ্রয় শিবিরে গাওয়া ছোট্ট মেয়েটি ও তার গান ছুঁয়ে গেল সারা বিশ্ব! অ্যামেলিয়া আশ্রয়কেন্দ্রে থাকা এক মহিলার দ্বারা রেকর্ড করা হয়েছিল। মেয়েটি ডিজনি রূপকথার গল্প “ফ্রোজেন” থেকে “আমার এই ক্ষমতা আছে” গানটি এতটাই মর্মস্পর্শীভাবে গেয়েছিল যে প্রত্যেকে কান্নায় ভরা হয়েছিল। শিশুটির গাওয়া এই কথাগুলো সবাইকে আশার আলো দিয়েছে।
কিয়েভ আশ্রয় শিবিরের ছোট্ট শিশুটির গান মুহূর্তে মধ্যে সোশায়াল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যায়। অ্যামেলিয়ার মায়ের সম্মতিতে ওই নারী রেকর্ডিংটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।শিশুটির গান এতটাই শ্রুতিমধুর ছিল যে যা শিনে আশ্রয় শিবিরের সকলেই বাকরুদ্ধ হয়ে যায়। এরপর সকলে অঝোরে কাঁদতে থাকে। কারণ, সকলে যখন ভেঙে পড়ছিল তখন এই শিশুটির গান তাদের মনে আশার আলো জাগিয়েছে।
Published on: মার্চ ৬, ২০২২ @ ১৬:৪৬